'চুপ, চুপ, চুপ, রাবাদা চুপ'!
বেন স্টোকসের সঙ্গে খুব কম ক্রিকেটারের লেগে যায়নি। তামিম ইকবাল, মারলন স্যামুয়েলসের পর সে তালিকায় যুক্ত হয়েছেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টোকসের উইকেট নিলেন রাবাদা, এরপর যেভাবে উদযাপন করলেন, দেখার মতো হলো তা!
ফুললেংথের বলটা স্টোকস নিচু হয়েও নাগালই পেলেন না! পাথর হয়ে রইলেন যেন, আম্পায়ার পল রাইফেল আউট দিতে দেরি করেননি। রিভিউয়ের প্রশ্নই আসে না। স্টোকস নিজের খেলা চতুর্থ বলেই এলবিডাব্লিউ হয়ে ফিরছেন।
স্টোকস হাঁটা দিয়েছেন, এদিকে মাথা চুলকাচ্ছেন রাবাদা। যেন কাজটা ঠিক হয়নি তার! প্রথম ইনিংসে এই স্টোকসের উইকেটের পর কথা বলেই ফেঁসে গিয়েছেন রাবাদা, খেলতে পারবেন না পরের ম্যাচ। অধিনায়ক ডিন এলগার এসে মুখ চেপে ধরলেন রাবাদার, আবার না বেঁফাস কিছু বলে বসেন! পাশে দাঁড়িয়ে হাসছিলেন হাশিম আমলা।
রাবাদাও কম যান না। আঙ্গুল আনলেন মুখের ওপর। একদম চুপ করে থাকবেন, পাছে স্টাম্প মাইক্রোফোনে কিছু ধরা পড়ে যায়! আবার ডিমেরিট পয়েন্ট আসে, আবার নিষিদ্ধ হন! কী দরকার।
এর চেয়ে চুপ করে থাকাই কি শ্রেয় নয়!