'এই সিরিজ জয় আমার ক্যারিয়ারের সেরা অর্জন'
সিরিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মাঝে কিছুটা ছন্দ হারিয়ে ফেললেও আবারো ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচ জিতে ঐতিহাসিক এক সিরিজ জয়ের দেখা পেয়েছে গ্রায়েম ক্রেমারের দল। ম্যাচ শেষে ক্রেমার বলছেন, এই সিরিজ জয় তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন।
২০০৯ সালের পর বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়। দলকে এরকম জয় এনে দিতে পেরে দারুণ খুশি ক্রেমার, “এটা আমার ক্যারিয়ারের সেরা অর্জন, এতে কোন সন্দেহ নেই! যতদিন ধরে ক্রিকেট খেলছি, অনেক স্মরণীয় মুহূর্ত এসেছে। কিন্তু এটা সবার ওপরে থাকবে। শ্রীলংকার মতো দলের সাথে সিরিজ জয় অসাধারণ একটা ব্যাপার। অনেক শক্তিশালী জিম্বাবুয়ে দলও এখান থেকে খালি হাতে ফিরেছে। দলের সবার জন্য এটা বিশেষ একটা মুহূর্ত। তাঁদেরকে এই জয়ে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।”
বাজে ফিল্ডিং নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকেই অনেক সমালোচনার মাঝে পড়েছেন লংকান ক্রিকেটাররা। ক্রেমারের মতে, ফিল্ডিংই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে, “দুই দলের মাঝে পার্থক্য অবশ্যই ফিল্ডিংতাই ছিল। এই ম্যাচে মাসাকাদজার অসাধারণ এক ক্যাচের কারণেই শ্রীলংকা ২৩০ করতে পারেনি। নাহলে সেটাই অনেক বড় লক্ষ্য হয়ে দাঁড়াতো। আমাদের ফিল্ডিং অসাধারণ ছিল। দলের প্রত্যেকেই দুর্দান্ত ফিল্ডিং করেছে।”