• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    বাংলাদেশে স্টার্কের বদলি নির্বাচনে বিপাকে লেম্যানরা

    বাংলাদেশে স্টার্কের বদলি নির্বাচনে বিপাকে লেম্যানরা    

    মিচেল স্টার্ককে ছাড়াই বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আরও এক বা দুইজনের নাম পরে ঘোষণা করার কথা, যাদের একজন মূলত হবেন ফাস্ট বোলারই। তবে সেই ফাস্ট বোলার কে হবেন, সেটা নিয়েই সমস্যায় পড়ে গেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল। বোর্ড-ক্রিকেটারদের অর্থনৈতিক দ্বন্দ্বে বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর, যে সফরে পারফরম্যান্স দেখেই ঠিক করার কথা ছিল আরেকজন পেসারকে। 

    জ্যাকসন বার্ড, চ্যাড স্যায়ার্স, জ্যাসন বেহেনড্রফ ও ক্রিস ট্রেমাইনের মধ্য থেকে একজন হতে পারতেন স্টার্কের স্থলাভিষিক্ত। দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলেন তারা। ট্রেভর হনস, গ্রেগ চ্যাপেল ও কোচ ড্যারেন লেম্যানকে নিয়ে গঠিত নির্বাচক প্যানেল তাই পড়ে গেছেন বিপাকে। তারা না আছেন বোর্ডের পক্ষে, না আছেন ক্রিকেটারদের। কিন্তু নিজেদের কাজটা করতে পারছেন না এই বোর্ড-ক্রিকেটারের চক্রে পড়েই! 

    বাংলাদেশে আসার আগে আগামী ১০ আগস্ট ডারউইনে ক্যাম্প শুরু হওয়ার কথা স্কোয়াডের সদস্যদের। সেখানেই ১৪ আগস্ট থেকে নিজেদের মাঝেই একটা তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ানদের। নির্বাচকরা এখন তাকিয়ে আছেন সেদিকেই। পেসারদের সঙ্গে সেখানে ডাকা হতে পারে লেগস্পিনার লিয়াম সুয়েপসনকেও। ভারত সফরের দলে থাকা স্পিনারের সময়টা কেটেছে মূলত সতীর্থদের পানি বহন করে, নেটে বোলিং করেই। 

    তবে নির্বাচকদের ‘অনেক আশা’র এই ক্যাম্প শুরু হওয়ার আগে মিটতে হবে বোর্ড-ক্রিকেটারদের ঝামেলা। হতে হবে নতুন সমঝোতা স্মারক। আগের স্মারকের মেয়াদ শেষ হয়ে গেছে ৩০ জুন, এরপর থেকেই স্টিভেন স্মিথরা কার্যত বেকার। 

    আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা ও চট্টগ্রামে দুইটি টেস্ট খেলার কথা অস্ট্রেলিয়ার।