• দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড
  • " />

     

    ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ওয়েস্টলি, মালান

    ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ওয়েস্টলি, মালান    

    ওভালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হতে যাচ্ছে টম ওয়েস্টলির। এসেক্সের ব্যাটসম্যানকে স্কোয়াডে নেয়া হয়েছে আঙ্গুলের চোটে দলের বাইরে যাওয়া গ্যারি ব্যালান্সের জায়গায়। ওয়েস্টলি খেলবেন ব্যালান্সের পজিশনেই, মানে দুই টেস্ট পর আবার পরিবর্তন আসছে ইংল্যান্ডের তিন নম্বরে। 

    এসেক্সের ডানহাতি ব্যাটসম্যানের এ মৌসুমটা যাচ্ছে ভালই। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৩ গড়ে এ পর্যন্ত ৪৭৮ রান করেছেন, গত বছর ইংল্যান্ড লায়নসের হয়েও পেয়েছেন রান। পূর্ণশক্তির দক্ষিণ আফ্রিকান বোলিং আক্রমণের বিপক্ষে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেছিলেন। 

    গত মাসে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডেভিড মালানও ডাক পেয়েছেন স্কোয়াডে। অভিষেকেই ৪৪ বলে ৭৮ রান করা মালান খেলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও, বরিশাল বুলসের হয়ে। এবার মালান আসবেন রংপুরের হয়ে। মিডলসেক্স ব্যাটসম্যানেরও কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাটিংয়ের সময়টা ভাল যাচ্ছে, চলতি মৌসুমে গড় ৪২.৫০। ওভালের ১০০তম টেস্টে অভিষেক হয়ে যেতে পারে মালানেরও, ইংল্যান্ড যদি একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে চায়।  

    অভিষেক হতে পারে মালানের কাউন্টি সতীর্থ পেসার টবি রোলান্ড-জোনসেরও। পায়ের চোটে ভুগতে থাকা মার্ক উড ট্রেন্টব্রিজে ছিলেন বিবর্ণ, জোনস আসতে পারেন তারই জায়গায়। 

    ২৭ তারিখ শুরু হওয়া টেস্টের চূড়ান্ত একাদশ ইংল্যান্ড ঘোষণা করবে আগামী সপ্তাহে। 
     

    ইংল্যান্ড স্কোয়াড 

    অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, টম ওয়েস্টলি, জো রুট(অধিনায়ক), জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মইন আলি, লিয়াম ডওসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, টবি রোলান্ড-জোনস, ডেভিড মালান।