• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    কোহলিদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন না দ্রাবিড়

    কোহলিদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন না দ্রাবিড়    

    শাস্ত্রীর সাথে নিয়োগ পেয়েছিলেন তিনিও। বিদেশে টেস্ট ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল রাহুল দ্রাবিড়ের। কিন্তু দায়িত্বটা বুঝে পাওয়া নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হলো, কোহলিদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিচ্ছেন না দ্রাবিড়।

    বিসিসিআইয়ের পরিচালনা কমিটির প্রধান বিনোদ রাই বলছেন, অনূর্ধ্ব-১৯ এবং ভারতের ‘এ’ দলের দায়িত্ব পালনের জন্য জাতীয় দলকে না বলেছেন দ্রাবিড়, “ দ্রাবিড়ের ব্যাপারটা চূড়ান্তভাবে মিটমাট হয়েছে। তিনি অনূর্ধ্ব-১৯ এবং ভারতের ‘এ’ দলের সাথে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ। এজন্যই তিনি কোহলিদের সাথে বিদেশে যেতে পারবেন না। তাই ব্যাটিং পরামর্শক হিসাবেও তাঁর কাজ করা হচ্ছে না। তিনি পুরো সময়টা তরুণদেরই দিতে চান আপাতত।”

    এদিকে বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পাওয়ার কথা ছিল সাবেক ভারতীয় পেসার জহির খানের। বিনোদ বলছেন, তাঁর নিয়োগ পেতেও সময় লাগবে, “একটা চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তো তাঁকে দলের সাথে দেখা যাবে না। আমরা এমনি এমনি তাঁকে বলতে পাড়ি না তিন মাস অথবা তিন সপ্তাহের জন্য দলের সাথে কাজ করুন! তাঁর আইপিএল এবং অন্য চুক্তিগুলোও দেখতে হবে আমাদের। তবে শাস্ত্রী সবসময় তাঁর সাথে যোগাযোগ রাখছেন। দক্ষিণ আফ্রিকা সফরের আগে মনে হয় না জহিরকে দলের পরামর্শক হিসাবে দেখা যাবে।”