• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    চান্দিমালদের ব্যাটিং কোচ হলেন তিলকারত্নে

    চান্দিমালদের ব্যাটিং কোচ হলেন তিলকারত্নে    

    জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকেই দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। নতুন অধিনায়কের পাশাপাশি নতুন বোলিং কোচও পেয়েছে শ্রীলংকা। এবার চান্দিমাল-থারাঙ্গাদের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ পেলেন সাবেক লংকান অধিনায়ক হাসান তিলকারত্নে। ভারতের বিপক্ষে সিরিজের জন্য খন্ডকালীন কোচ হিসাবে নেওয়া হয়েছে তাঁকে।

    শ্রীলংকা ক্রিকেট বোর্ড বলছেন, টেস্টে তিলকারত্নের অভিজ্ঞতা ভারতের বিপক্ষে দলকে সাহায্য করবে, “হাসানের টেস্টে অনেক অভিজ্ঞতা আছে। ভারতের বিপক্ষে সিরিজে এটা দলের ব্যাটসম্যানদের অনেক কাজে দেবে। লম্বা সময় ব্যাটিং করতে এবং চাপ সামলাতে কী করতে হয় এটা তিনি ভালোই জানেন। এরই মাঝে ক্রিকেটারদের সাথে কাজ শুরু করেছেন। ভারতের বিপক্ষে সিরিজ শেষে দলের কোচ নিক পোথাসের সাথে আলোচনার পর ঠিক করব  তিলকারত্নে কতদিন থাকবেন। আশা করি তাঁর সাথে অনেকদিন কাজ করতে পারব।”

     

     

    ২০১৪ সাল থেকেই শ্রীলংকার ব্যাটিং কোচের পদটা খালি আছে। গত বছর থেকে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট বিভাগের সাথে যুক্ত থাকা তিলকারত্নেকে জিম্বাবুয়ে সিরিজের পরেই কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরই মাঝে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।