• শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
  • " />

     

    এবার শ্রীলংকায় দুই অধিনায়ক

    এবার শ্রীলংকায় দুই অধিনায়ক    

    জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ব্যর্থতার পর দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাঁর এই সিদ্ধান্তের একদিনের মাথায়ই শ্রীলংকা দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল দেশটির ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে উপুল থারাঙ্গাকে, টেস্টের দায়িত্ব পেয়েছেন দিনেশ চান্দিমাল।

    ওয়ানডে দল থেকে তাঁর বাদ পরা নিয়ে অনেক সমালোচনাই হয়েছে। সেই চান্দিমালই শ্রীলংকার ১৫ তম টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব পেলেন। এর আগে ২০১৩ সালে লংকানদের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত চান্দিমাল, "অধিনায়কের কাজটা সহজ নয়। ম্যাথিউস এই দলের জন্য অনেক কিছু করে গেছে। আমি চেষ্টা করব সেটাকে আরও সামনের দিকে নেওয়ার।"

    এদিকে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ম্যাথিউসের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন থারাঙ্গা। এবার ওয়ানডে দলের অধিনায়ক করা হল তাঁকেই। টি-টোয়েন্টির অধিনায়কও থাকছেন তিনিই।