বৃষ্টিতে ইংল্যান্ডের আক্ষেপের দিন
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিনশেষে
ইংল্যান্ড ৩৫৩ ও ৭৪/১ (জেনিংস ৩৪*, মরকেল ১/২০)
দক্ষিণ আফ্রিকা ১৭৫ (বাভুমা ৫২, জোনস ৫/৫৭)
প্রথম দিনে বৃষ্টি হতাশ করেছিল ডু প্লেসিকে। বেরসিক বৃষ্টি দ্বিতীয় দিনে বাগরা না দিলেও আবারো হানা দিয়েছে তৃতীয় দিনেই। ওভালে বৃষ্টিবিঘ্নিত দিনশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫২ রানে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছেন রুটরা।
গতদিনের মতোই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন বাভুমা। দলের লেজকে নিয়ে লাঞ্চের আগ পর্যন্ত বুক চিতিয়ে লড়েছেন। বাভুমা-মরকেল জুটির দৃঢ়তায় ফলো-অন এরায় দল। ১৭ রান করে অ্যান্ডারসনের বলে মরকেল ফিরলে অনেকেই ভেবেছিলেন, এখানেই ইনিংসের সমাপ্তি।
কিন্তু সবাইকে অবাক করেই মাঠে নামেন আগের দিনে হাসপাতালে যাওয়ার ফিল্যান্ডার। শেষ পর্যন্ত ১০ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরেই জোনসের দারুন এক বলে ফিরতে হয় বাভুমাকে। ফলে অভিষেকেই ৫ উইকেটের স্বাদ পেলেন জোনস। শেষবার ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন গ্রাহাম অনিয়নস।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। ৭ রানেই মরকেলের বলে ফেরেন কুক। এই নিয়ে ১১ বারের মতো কুককে ফেরালেন মরকেল। জেনিংস-ওয়েস্টলি জুটি এরপর নির্বিঘ্নেই ব্যাট করছিলেন। চা বিরতির আগে নামে বৃষ্টি। সেই বৃষ্টি দিনের বাকি খেলা মাঠে গড়াতে দেয়নি। লিডটা আরও বাড়াতে না পারার আক্ষেপটা নিশ্চয়ই পোড়াচ্ছে রুটকে।