• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    কোহলিকেই কর্তা মানলেন শাস্ত্রী

    কোহলিকেই কর্তা মানলেন শাস্ত্রী    

    তাঁর ইচ্ছাতেই যে দ্বিতীয় মেয়াদে কোচ হয়েছে শাস্ত্রী, এ কারো অজানা নয়। কোহলি-শাস্ত্রী ‘সুসম্পর্কের’ ব্যাপারটাও প্রকাশ্য। শাস্ত্রী বলছেন, দলের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক কোহলিই ‘কর্তা’ হিসাবে বিবেচিত হবেন।

     

    অনেক নাটকের পর ভারতের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে শাস্ত্রীকে। কোচ হিসাবে তাঁকেই চান, এ কথা খোলাখুলিভাবেই বলেছিলেন কোহলি। বোর্ডও অধিনায়কের কথা ফেলেনি। শ্রীলংকা সফরের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে শাস্ত্রীর। ভারতের নতুন কোচ বলছেন, সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কোহলিই নেবেন, “সব বিষয়ে অধিনায়কের কথাই চূড়ান্ত হিসাবে মানা হবে। সেই দলকে মাঠে নেতৃত্ব দেয়। কোচ ও অন্যদের কাজ হচ্ছে তাঁদের সাহায্য করা। আমরা যারা আছি, তারা শুধু বলতেই পারবে। ব্যাট, বল কিছুই করতে পারবো না। আমাদের শুধু তাঁদের তৈরি করতে হবে। বাকিটা কোহলির দায়িত্ব। তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাঁর।”

     

    দিন বাড়ার সাথে সাথে কোহলির সাথে সম্পর্কটাও নতুন মাত্রা পাচ্ছে বলেই জানান কুম্বলে, “প্রথম দফায় আমি প্রায় ১৮ মাসের মতো তাঁর সাথে কাজ করেছি। আমরা দুজন দুজনকে খুব ভালমতোই চিনি, বোঝাপড়াটাও দারুন। আমাদের মাঝে ভুল বোঝাবুঝির হওয়ার সুযোগ খুবই কম।”

     

     

    অধিনায়ক হিসাবে কোহলি সময়ের সাথে আরও বেশি পরিপক্ক হয়ে উঠছেন, মানছেন শাস্ত্রী, “ আমি মনে করি অধিনায়ক হিসাবে সে এখনো অনেক তরুণ। প্রথমবার যখন দলকে নেতৃত্ব দিয়েছিল সে, আমি সেবার অ্যাডিলেডে ছিলাম। এরপর ২৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছে সে, পার্থক্যটা স্পষ্টই চোখে পড়ছে সবার। তাঁর শরীরী ভাষা দেখেই এটা বলা যায়। সময় যত গড়াবে, অভিজ্ঞতার ঝুলিটাও ভারি হবে। এই বয়সেই সে যা করেছে, একটা সময় সে সেরা অধিনায়কদের তালিকায় অবশ্যই যাবে।”