• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    আবার এক দলে আকরাম-ওয়াকার

    আবার এক দলে আকরাম-ওয়াকার    

    জুটি বেঁধে দুজন এক যুগেরও বেশি সময় ব্যাটসম্যানদের ওষ্ঠাগত করে রেখেছিলেন। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসের অবশ্য সভাব তো দূরে থাক, তবে চাপান উতোরই ছিল বেশ। সেই দ্বেষ এখন আর নেই, ওয়াকার তো প্রকাশ্যেই সেটার জন্য অনুতাপ করেছেন। জাতীয় দল থেকে অবসর নেওয়ার এত বছর পর আরও একবার তাই খুলে যাচ্ছে দুজনের পুনর্মিলনীর দুয়ার। পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসে এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দুজন।


    সব কিছু ঠিক থাকলে ওয়াকার হতে যাচ্ছেন সুলতানসের প্রধান কোচ ও মেন্টর। আর আকরাম থাকছেন ক্রিকেট অপারেশন্সের পরিচালক। ওয়াকার এবারই প্রথম পিএসএলের কোনো দলের সঙ্গে জড়ালেও আকরামের আগের অভিজ্ঞতা আছে। ২০১৫ সালে ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন আকরাম। প্রথম মৌসুমে ইউনাইটেড শিরোপা জিতলেও পরের বার ভালো করতে পারেনি। ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতেও জর্জরিত ছিল তাঁর দল।


    ওয়াকার অবশ্য পিএসএলে কাজ না করলেও এর আগে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। টেস্টে আকরামের সঙ্গে মিলে দুজন নিয়েছেন ৫৫৯ উইকেট। শুধু অ্যামব্রোস-ওয়ালশ আর অ্যান্ডারসন-ব্রডেরই এর চেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে।