'বাংলাদেশ সফরের জন্য এটা দারুণ স্কোয়াড'
প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুইটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে। এই দুই ভেন্যুরই অভিষেক হয়েছিল বাংলাদেশকে দিয়ে, এরপর তাদের ‘কপালে’ জুটেছে আর একটি করে টেস্ট। দুই টেস্টেই অস্ট্রেলিয়াকে ব্যাট করতে হয়েছিল এক ইনিংস করে, দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন ড্যারেন লেম্যান।
তার তিন বছর পর বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া, অভিষেক হয়েছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামের। আরেকটি টেস্ট হয়েছিল চট্টগ্রামে, দুইটির একটিতেও খেলেননি লেম্যান। খেলবেন কী করে, ততোদিনে তো অবসরই নিয়ে ফেলেছেন! সেই অস্ট্রেলিয়া প্রায় ১১ বছর পর আবার আসছে বাংলাদেশে, আসছে অনেক নাটকের পর। আসছেন লেম্যানও, অস্ট্রেলিয়ার প্রধান কোচ হয়ে।
তবে এই সফর নিয়ে এতোদিন ভাবতে পেরেছেন কই! বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব চলেছে এতোদিন, গত সপ্তাহের শেষে মিটেছে সেই ঝামেলা। লেম্যান ও অধিনায়ক স্টিভেন স্মিথকে আবার পালন করতে হয়েছে কঠিন এক দায়িত্ব, বোর্ড-ক্রিকেটারদের সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন দুইজন। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর লেম্যান বলছেন, সময় এখন আসল দিকে নজর দেয়ার।
আগামী সপ্তাহে ডারউইনে বাংলাদেশ সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। কন্ডিশন বড় একটা ব্যাপার, ডারউইনকে প্রস্তুত করা হয়েছে সেভাবেই। চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা করা হয়েছে, ‘যেহেতু চুক্তি হয়ে গেছে, এখন যাতে আমরা দারুণ কিছু ক্রিকেট খেলতে পারি, সে অবস্থান নিশ্চিত করতে হবে। চুক্তির বাইরে থাকলেও ছেলেরা নিজেদের মতো করে অনুশীলন করেছে। আমরা সময়ের চেয়ে খুব একটা পিছিয়ে নেই’, এক অনুষ্ঠানে বলেছেন লেম্যান।
‘ডারউইনের কন্ডিশন আসলেই বাংলাদেশে যাওয়ার আগে দারুণ হবে। আমরা মনে করছি, বাংলাদেশে উইকেট টার্নিং হবে, অতিরিক্ত স্পিনার সে কারণেই। আমাদের আসলে বিকল্প আছে, এ সফরের জন্য এটা দারুণ একটা স্কোয়াড।’