• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    পাল্লেকেলেতে থাকছেন না হেরাথ

    পাল্লেকেলেতে থাকছেন না হেরাথ    

    বিবর্ণ শ্রীলংকা দলে তিনি ছিলেন খানিকটা উজ্জ্বল। সিরিজ তো এর মাঝেই হাতছাড়া হয়েছে, ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াতে তিনিই ছিলেন ভরসা। এবার পাল্লেকেলের শেষে টেস্টে সেই রঙ্গনা হেরাথকেও পাচ্ছে না শ্রীলংকা। পিঠের ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না হেরাথ।

     

    গত তিন সপ্তাহের ব্যবধানে ১৫১ ওভার বল করেছেন হেরাথ। ভারতের বিপক্ষে গল টেস্টে আঙ্গুলে চোট পেলেও খেলা চালিয়ে গেছেন। কিন্তু দ্বিতীয় টেস্টের পর ধকলটা আর নিতে পারছে না শরীর। পিঠের পুরনো ব্যথাটাও আবারো নতুন করে ফিরে এসেছে।

     

    হেরাথকে নিয়ে তাই কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি না দলের ম্যানেজমেন্ট, “ম্যাচ শেষে তিনি আমাদের পিঠের ব্যথার কথা বলেছেন। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছি না। তিনি আমাদের সেরা বোলার। সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আছে। সিরিজ তো এমনিও হেরে গেছে দল, শেষ টেস্টে তাই তাকে খেলাতে চাইছি না।”

     

     

    ইনজুরিতে জর্জরিত শ্রীলংকা দলে এরই মাঝে আঘাতের কারণে ছিটকে গেছেন আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ। হেরাথের এই ইনজুরি চান্দিমালের কপালে চিন্তার ভাঁজটা আরও বাড়িয়েই দিল।