• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    ফেসবুককে গুরুত্ব না দেওয়ার পরামর্শ ডি সিলভাদের

    ফেসবুককে গুরুত্ব না দেওয়ার পরামর্শ ডি সিলভাদের    

    সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। ধবলধোলাইয়ের শঙ্কাটাও এখন প্রবল। ভারতের বিপক্ষে সিরিজ পরাজয় ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে শ্রীলংকা দলকে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কথায় ‘তুলোধুনো’ করা হচ্ছে। এরকম অবস্থায় সাবেক অধিনায়ক ও দলের মেন্টর অরবিন্দা ডি সিলভা বলছেন, লংকান ক্রিকেটারদের উচিত হবে ফেসবুকসহ অন্য যোগাযোগ মাধ্যমকে গুরুত্ব না দেওয়া।

    চ্যাম্পিয়নস ট্রফি থেকেই সময়টা ভালো যাচ্ছে না থারাঙ্গাদের। জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত ওয়ানডে সিরিজ পরাজয়ের পর ভারতের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারেনি দল। সমালোচনার ঝড় তাই সবখানেই বইছে।

    শুধু ভক্তরাই না, লংকান ক্রিকেটের দুরবস্থা নিয়ে লিখেছেন দেশটির মন্ত্রী হারশা ডি সিলভাও। দ্বিতীয় টেস্টে ৬০০ রান করার পর তিনি পরের টেস্টে কোহলিদের একটু ‘ছাড় দিয়ে’ খেলার আহ্বান জানিয়েছিলেন, “কোহলিকে বলছি, পরের টেস্টে শ্রীলংকার সাথে একটু হালকাভাবে খেলবে। ৬০০ রান একটু বেশি!”

     

     

    এরকম অবস্থায় ডি সিলভা বলছেন, ফেসবুকের এসব পোস্ট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তরুণ ক্রিকেটারদের , “সামাজিক মাধ্যমগুলোতে যা যা আসছে, সেসব নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। মিডিয়াতে এরকম হবেই। এসবে মনোযোগ না দিয়ে খেলা নিয়েই ভাবা উচিত।” লংকান ক্রিকেট বোর্ডও দল নিয়ে চিন্তিত, “শ্রীলংকা ক্রিকেট দল খারাপ সময় পার করছে। এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। আশা করি দ্রুতই দল ঘুরে দাঁড়াবে।”

    হেরাথকে ছাড়াই আগামী ১১ আগস্ট পাল্লেকেলেতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা।