বিপিএল খেলছে না বরিশাল বুলস

'ঘটন-অঘটনে'র বিপিএলে ঘটলো আরেক ঘটনা। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলছে না বরিশাল বুলস। কারণ হিসেবে 'আর্থিক সক্ষমতা'র অভাবকেই জানানো হয়েছে।
বিপিএল গভর্নিং বডির কাউন্সিল সূত্রে জানা গেছে, আর্থিক কিছু শর্ত ভঙ্গের কারনটাই মুখ্য। সময় বাড়ানোর পরেও আগের বছরের ক্রিকেটারদের বকেয়া পরিশোধ না করা ও অন্যান্য কিছু নিয়ম না মানার জন্যেই বাদ দেয়া হয়েছে বরিশালকে।
ফলে সাতটি দল নিয়েই হবে এবারের আসর। বরিশাল বুলসের নতুন আইকন মুস্তাফিজুর রহমানকে নিয়ে কী করা হবে, সেটা জানা যায়নি এখনও। আসছে নভেম্বর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট বা অন্য কোথাও খেলা হবে কিনা, নিশ্চিত হয়নি সেটাও।