• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'বাংলাদেশে যথেষ্ট প্রস্তুতি নিয়েই যাব'

    'বাংলাদেশে যথেষ্ট প্রস্তুতি নিয়েই যাব'    

    বোর্ডের সঙ্গে দরকষাকষিতেই গেছে অনেকটা সময়। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ তো গত দুই মাস ব্যাটই হাতে নেননি। অনেক কিছুর পর নিশ্চিত হয়েছে, বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ডারউইনে সপ্তাহব্যাপি প্রস্তুতি ক্যাম্পের জন্য একত্রিত হয়েছেন দলের সবাই। বলতে গেলে এই ডারউইনের প্রস্তুতি নিয়েই বাংলাদেশ আসবেন তারা। তবে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান বলছেন, প্রস্তুতিতে ‘ঘাটতি’ থাকার কথা নয় তাদের। 

    ‘আসলে সেখানে না গেলে তো জানা যাবে না। তবে আমরা আসছে সপ্তাহে যথেষ্ট পরিশ্রম করবো। এসব ঝামেলার (সমঝোতা স্মারক সংক্রান্ত) মাঝেও ছেলেরা রাজ্যদলের সহায়তায় অনুশীলন করেছে, নিজেদের প্রস্তুত করেছে। ফিটনেসের কথা বললে তারা এগিয়েই আছে, যথেষ্ট শক্তিশালী ও ফিট অবস্থায় আছে। বাংলাদেশে যাওয়ার আগে এখন শুধু স্কিল নিয়ে কাজ করবো আমরা’, ক্রিকেট অস্ট্রেলিয়াকে ড্যারেন লেম্যান বলেছেন এমনই। 

    শেষ যেবার অস্ট্রেলিয়া এসেছিল বাংলাদেশ, রিকি পন্টিংয়ের দল একটি টেস্ট প্রায় হারতেই ধরেছিল। ফতুল্লার সেই টেস্টেই বোধহয় অ্যাডাম গিলক্রিস্ট খেলেছিলেন তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস। এবার সেই ফতুল্লাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে ডারউইনে উইকেট প্রস্তুত করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামের কথা ভেবেই, ‘এনটিসিএ(নর্দার্ন টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন) আসলেই দারুণ কাজ করেছে। বাংলাদেশে আমরা যেমন উইকেট পাব, নীচু, ধীরগতির, যেখানে স্পিন ধরবে, তেমন উইকেটই তারা বানিয়েছে। ঢাকার উইকেটের মতো তিনটা উইকেট আছে, চট্টগ্রামের মতো তিনটা আছে, সেন্টার উইকেট আছে ম্যাচ অনুশীলনের জন্য।’ 

    ‘কন্ডিশন, তাপ বা আর্দ্রতার কথা মাথায় রাখলে আমাদের প্রস্তুতিটা হবে বেশ ভাল। বিশেষত যারা অস্ট্রেলিয়ার দক্ষিণদিকের শীতপ্রধান অঞ্চল থেকে এসেছে।’ 

    তাপমাত্রার দিক দিয়ে ডারউইনের সঙ্গে ঢাকার মিল বেশ। আজকের তাপমাত্রাই যেমন, দুই জায়গাতেই একই, ৩১ ডিগ্রী সেলসিয়াস। আর্দ্রতাও কাছাকাছি, ডারউইনে ৭৬ শতাংশ, ঢাকায় ৮১ শতাংশ। 

    সব মিলিয়ে আট-নয় দিনের প্রস্তুতি ক্যাম্প হলেও সেটাকেই যথেষ্ট মনে করছেন লেম্যান, ‘আমার মনে হয় যথেষ্ট সেশন হাতে রয়েছে আমাদের। আমার মনে হয় আমরা ভালই করবো, সব ক্রিকেটারদের নিয়ে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ আছে। উইকেটও একই রকমের হবে, বাংলাদেশের মতো। ঢাকা গিয়ে আমাদের শুধু দেখতে হবে সেখানকার আবহাওয়া বা সুযোগ সুবিধা আসলে কেমন।’ 

    এদিকে বাংলাদেশের প্রস্তুতি চলছে চট্টগ্রামে। সেখানেই চলছে তিনদিনের প্রস্তুতি ম্যাচ। আর অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরের আগ দিয়ে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক উইকেটকিপার ব্র্যাড হ্যাডিনকে।