• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    এবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি স্মিথ-ওয়ার্নাররা

    এবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি স্মিথ-ওয়ার্নাররা    

    ম্যাচ কন্ডিশনে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি ক্যাম্প করছে ডারউইনে, কন্ডিশনের দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে বেশ মিল আছে সেখানকার। আগে থেকেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তিন দিনের, আগামীকাল শুরু হতে যাওয়া সে ম্যাচের দল ঘোষণাও হয়ে গেছে। 

    মুশফিকুর রহিম-তামিম ইকবালের মতোই মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ সফরের জন্য ১৪ জনের স্কোয়াডের বাইরেও আছেন বেশ কজন। পার্ট-টাইম উইকেটকিপার পিটার হ্যান্ডসকম্বের হাতেই থাকবে ওয়ার্নারের দলের গ্লাভসের দায়িত্ব। 

    দুই দলে আছেন ডারউইনের ক্রিকেটার জেক ওয়েদারাল্ড ও টম অ্যান্ড্রিউজ, সাউথ অস্ট্রেলিয়ার হয়ে দুইজনেরই গত মৌসুমে প্রথম শ্রেণির অভিষেক হয়েছিল। সোমবার মারারা ওভালে শুরু হতে যাওয়া ম্যাচে আরও খেলবেন সাউথ অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড, অ্যাডাম জামপা, কেন রিচার্ডসন। 

    বাংলাদেশের কন্ডিশনের মতো করে প্রস্তুতি নিতে গত বুধবারই অস্ট্রেলিয়ার দক্ষিণে গেছেন ড্যারেন লেম্যানরা। 

    ‘এখানে আসার পর থেকেই আমরা অনেক ফিটনেস অনুশীলন করছি। বাংলাদেশে যাওয়ার আগে এটা ছেলেদের জন্য খুবই ভাল হবে, সেখানে তো খুবই গরম, সঙ্গে আর্দ্রতা। অস্ট্রেলিয়াতে আমাদের এমন একটা ক্যাম্প আছে যেখানকার আবহাওয়া বাংলাদেশের মতো, এটা আসলেই দারুণ ব্যাপার’, বলেছেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার মিচেল সুয়েপসন। 

     

    স্মিথ একাদশ : ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টোইনিস, ক্রিস ট্রেমাইন, মিচেল সুয়েপসন, জশ হ্যাজলউড, টম অ্যান্ড্রিউজ, জ্যাকসন বার্ড। 

    ওয়ার্নার একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন অ্যাগার, জেক ওয়েদারাল্ড, প্যাট কামিন্স, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জন হল্যান্ড।