• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    মিরাজের মতোই ওপেন করবেন লায়ন?

    মিরাজের মতোই ওপেন করবেন লায়ন?    

    স্টিভ স্মিথ ৮৪ রানে অবসর নিয়ে নিয়েছেন, প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৮১ রানেই ইনিংস ঘোষণা করেছে তার দল। ওয়ার্নার একাদশ জবাবে ৩ উইকেটে ১৭৯ রান তুলে ফেলেছে বাংলাদেশ সফরের স্কোয়াডের বাইরে থাকা ট্রাভিস হেডের ১০৪ রানের কল্যাণে। তবে ব্যাটিং অনুশীলনের জন্য বেশ আগে নেমেছেন প্যাট কামিন্স (২৩) ও নাথান লায়ন (৪০)। 

    ডারউইনের মারারা ওভালে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খন্ডচিত্র…. 

     

    বাংলাদেশে শুরুতেই স্পিন আক্রমণ?  

    ইংল্যান্ডের সঙ্গে ইতিহাস গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টের চার ইনিংসেই ওপেন করেছেন বোলিং, সব মিলিয়ে পেয়েছিলেন ১৯ উইকেট। বাংলাদেশের কন্ডিশনে অন্তত একপ্রান্ত থেকে স্পিনার আনার সুফলটা পেতে চাচ্ছে অস্ট্রেলিয়াও। প্রধান স্পিনার নাথান লায়ন প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসেও ওপেনিং বোলিং করেছেন, দ্বিতীয় ইনিংসেও তাই। তার সঙ্গে অ্যাগারও আজ পেয়েছেন উইকেট থেকে সহায়তা, বাংলাদেশেও তো সেটাই আশা করবেন তারা। 

     

    সুয়েপসনের আশার আলো

    প্রথম দিনের হতাশা খানিকটা হলেও ভুলেছেন লেগস্পিনার মিচেল সুয়েপসন। ৩৪ রান দিয়ে উইকেট পাননি, তবে লাইন-লেংথে ছিলেন বেশ ধারাবাহিক। সুযোগ তৈরীও করেছিলেন বেশ কয়েকবার, সাফল্য ধরা দেয়নি এখনও। 

     

    স্পিনেও দারুণ স্মিথ-ম্যাক্সওয়েল

    স্পিনের বিপক্ষে পায়ের কাজ দারুণ ছিল দুজনেরই। সুইপ শটও খেলেছেন বেশ কয়েকবার, সফলতার সঙ্গেই। অসমান বাউন্সেও ছিলেন বেশ সতর্ক। দুজন মিলে দিনের শুরু থেকেই গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। বাংলাদেশেও তো অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে অনেকখানিই চেয়ে থাকবে এ দুইজনের দিকে। 

     

    অনাহুত বাউন্সার 

    অসমান বাউন্সের বেশ সুবিধা নিয়েছেন জশ হ্যাজলউড, প্যাট কামিন্সরা। তবে এরকম এক বলেই বেশ অসুবিধায় পড়ে গেছেন ওয়ার্নার। তবে দিনশেষে জানানো হয়েছে, ওয়ার্নার ঠিকই আছেন। কাল খেলবেন কিনা, সেটা সিদ্ধান্ত নেয়া হবে কালকেই। তবে এদিন ওয়ার্নারই একমাত্র ব্যাটসম্যান নন, যিনি আঘাত পেয়েছেন। হেলমেটে লেগেছিলেন ম্যাক্সওয়েলেরও, কামিন্সের বলে। নিচু উইকেটের সেই চিরায়ত অসুবিধা ব্যাটসম্যানদের জন্য, নিচু হতে হতে বল হঠাৎ উঠে গেলেই হয়ে পড়েন বেসামাল!