• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    তামিমদের জন্য অ্যাকশন বদলাচ্ছেন ম্যাক্সওয়েল

    তামিমদের জন্য অ্যাকশন বদলাচ্ছেন ম্যাক্সওয়েল    

    ভারত সফরে ছয় নম্বরে ব্যাটিং করে পেয়েছেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশ সফরেও সেখানেই ব্যাট করার কথা গ্লেন ম্যাক্সওয়েলের। তবে শুধু ব্যাটিং নয়, তিনি অবদান রাখতে চান বল হাতেও। এজন্য নিজের বোলিং টেকনিক নিয়েও কাজ করেছেন। বিশেষ করে ‘ডেলিভারি স্ট্রাইড’ কমিয়ে আনছেন তিনি, বেশি করে ড্রিফট পাওয়ার জন্য। 

    ‘আমি এরকম করছি এটা নিশ্চিত করতে যে, বল ড্রপ করার পরে যাতে আমি সঠিক আকারটা পাই, যেটা আমি চাচ্ছি’, ডারউইনে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে নিয়মিত বল করা ম্যাক্সওয়েল জানিয়েছেন। ‘আমার এই স্কিলটা আমি দলের কাজে লাগাতে পারবো। ছয় নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি আমার আরেকটা অস্ত্র হিসেবেও এটা(বোলিং) ব্যবহার করতে পারবো আমি।’

    ভারত সফরে অবশ্য দুই টেস্টে মাত্র ছয় ওভার বোলিং করেছেন। তবে প্রস্তুতি ম্যাচে শাণিয়ে নিচ্ছেন নিজেকে, আজ একটি উইকেটও নিয়েছেন। 

    ‘কিছু জায়গায় আমি কেন বোলিং করিনি, সেটা আমি বুঝতে পারি। আশা করি বাংলাদেশ সফরে এটা দেখাতে পারব, আমি বোলিংয়ের পেছনে অনেক পরিশ্রম করেছি। সুযোগ পেলে আমি অবশ্যই এটা দেখানোর চেষ্টা করবো।’ 

    এমনিতে অস্ট্রেলিয়া দলে দুইজন স্পিনার খেলা প্রায় নিশ্চিতই। ন্যাথান লায়ন ও অ্যাশটন অ্যাগারের সঙ্গে তাই নিজেকে ‘তৃতীয় স্পিনার’ ভাবতেই ভালবাসবেন ম্যাক্সওয়েল। তবে কন্ডিশন বুঝে অস্ট্রেলিয়া নামাতে পারে তিনজন ‘ফ্রন্টলাইন’ স্পিনারকেই। সেক্ষেত্রে মিচেল সুয়েপসনকে জায়গা করে দিতে সরে যাবেন উইকেটকিপার ম্যাথু ওয়েড, তার জায়গায় কিপিং করবেন পিটার হ্যান্ডসকম্ব। ম্যাক্সওয়েল তখন বনে যাবেন চতুর্থ স্পিনার।