• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    শ্রীলঙ্কার এতো বাজে সময় দেখেননি রানাতুঙ্গা

    শ্রীলঙ্কার এতো বাজে সময় দেখেননি রানাতুঙ্গা    

    সিরিজ হাতছাড়া হওয়ার পর শেষ টেস্টে ভালো কিছু করে কিছুটা হলেও ‘সান্ত্বনা’ খুঁজতে চেয়েছিল শ্রীলংকা। তবে পাল্লেকেলেতে মাত্র দিন দিনেই ইনিংস ও ১৭১ রানের বড় ব্যবধানে হেরে ভারতের কাছে ধবলধোলাইয়ের স্বাদ পেতে হয়েছে হেরাথবিহীন লংকানদের। সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলছেন, দলের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী নির্বাচকরা।

    বেশ কয়েকদিন ধরেই লংকান ক্রিকেটের দুরবস্থা নিয়ে সরব রানাতুঙ্গা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর থেকেই নির্বাচকদের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের কাছেও শোচনীয় পরাজয়ের পর রানাতুঙ্গা বলছেন, লংকানদের এরকম বাজে অবস্থা আগে কখনোই দেখেননি, “শ্রীলংকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে। শুধু ক্রিকেটারদের দোষ দিলে হবে না। তাদের আত্মবিশ্বাস বলে আর কিছুই বাকি নেই। মূল দোষ ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। সত্যি বলতে কী, আমাদের নির্বাচকদের ‘মেরুদণ্ড’ নেই। এজন্যই আজ দলের এই অবস্থা। জানি না কবে আবার সুদিন ফিরবে।”

     

     

    এদিকে লংকান অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেছেন, ভারতের বিপক্ষে সিরিজটা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ‘কঠিন’ সময় ছিল, “আমরা তো ম্যাচ পাঁচদিনেই নিতে পারিনি! তিনদিন, চারদিনের টেস্ট হয়েছে এই সিরিজে। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিরিজের একটি, সবচেয়ে হতাশারও। ইনজুরি অনেক বেশি ভোগাচ্ছে আমাদের। দলের সবাই অনেক বেশি হতাশ এরকম ফলাফলে। এখন ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা করা ছাড়া আর কিছু করার নেই।”