• " />

     

    যে কথাগুলো হারিয়ে যাবে না কখনোই

    যে কথাগুলো হারিয়ে যাবে না কখনোই    

    তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা ছিল, ক্রিকেটকে ঘিরে গড়া তাঁর দুটো ভূবনেই সমান আধিপত্য বিস্তার করে গেছেন তিনি। অস্ট্রেলিয়ার ইতিহাসে সফলতম অধিনায়কদের একজন হওয়াটাই শুধু নয়, রিচি বেনোর ক্রিকেট পরবর্তী জীবনের একারই ক্ষমতা আছে, ক্রিকেট আখ্যানে তাঁকে আজীবনের জন্য স্থান করে দেওয়ার। একজন নমস্য ধারাভাষ্যকার যেমন ছিলেন, ছিলেন একজন সাহসী সাংবাদিকও, ক্রিকেট নিয়ে লেখা তাঁর বইগুলো এখনও দেখা যায় ক্রিকেটামোদীদের হাতে। কমেন্ট্রি বক্সে বসে উচ্চারিত তাঁর সেই বিচক্ষণ, লাগসই ও মজার উক্তিগুলো হয়তো অনেকদিন ধরেই কানে বাজবে আপনার।

     

     

    তারই মধ্য থেকে কিছু উক্তি তুলে দেয়া হল এখানে-


     

    “মর্নিং, এভরিওয়ান;” কোন টেস্ট ম্যাচের প্রথম সেশনের শুরুতে বেনোর সেই ঐতিহ্যবাহী সম্ভাষণ।

     

    “মারভেলাস(চমকপ্রদ);” মাঠের যে ব্যাপারগুলো সত্যিই তাঁর মন ছুয়ে যেত, সেগুলোর জন্য এই বিশেষণটা তুলে রাখতেন তিনি।

     

    “নিঃসন্দেহে গ্যাটিংয়ের কোন ধারণাই নেই, ঠিক কি হয়েছে তাঁর সাথে, সে এখনও জানে না;” মাইক গ্যাটিংকে করা শেন ওয়ার্নের শতাব্দীর সেরা বলে খ্যাত সেই বলটার ব্যাপারে রিচি বেনো।

     

    “এবং ২ রান করে আউট হয়ে গেলেন গ্লেন ম্যাকগ্রা, সেঞ্চুরি থেকে মাত্র ৯৮ রান দূরে থাকতে;” ব্যাট হাতে ম্যাকগ্রার অপটুতা নিয়ে বেনোর সেই সুপরিচিত কৌতুক।

     

    “একজন টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি করে চাই, তা হল এখানে কিছু বলার সময় সেটা আমার বন্ধুদের কাছে বলছি এমন অনুভূতি;” দর্শকদের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে রিচি বেনো।

     

    “অধিনায়কত্বটা হল ৯০ শতাংশ ভাগ্য আর ১০ শতাংশ দক্ষতা, তবে সেই ১০ শতাংশ ছাড়া আবার কেউ চেষ্টা করতে যেয়ো না;” অধিনায়কত্ব নিয়ে রিচি বেনো।