• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    চার বছর পর অস্ট্রেলিয়া একাদশে অ্যাগার

    চার বছর পর অস্ট্রেলিয়া একাদশে অ্যাগার    

    চার বছর আগে শেষবার সাদা পোশাকে দেখা গেছে তাকে। ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ হয়নি অ্যাশটন অ্যাগারের। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত একাদশে জায়গা করে নিয়েছেন অ্যাগার, দলে ফিরেছেন উসমান খাওয়াজাও। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ একদিন আগেই ঘোষণা করে দিয়েছেন দল। সেখানেই জানিয়েছেন, দলে ফিরছেন খাওয়াজা-অ্যাগার। সাকিব-মিরাজদের স্পিন সামলাতে খাওয়াজাকে দলে নেওয়ার কথা শোনা যাচ্ছিল। দীর্ঘ সাত মাস পর সাদা পোশাকে দেখা যাবে তাঁকেও। ভারত সফরে অ্যাগারের মতো তিনিও একাদশের বাইরেই ছিলেন পুরোটা সময়। খাওয়াজার মতো কিছুদিন আগে অ্যাগারও বলেছিলেন, বাংলাদেশ সফরে মাঠে নামার স্বপ্ন দেখছেন।   

    এমনিতে একদিন আগেই একাদশ ঘোষণা করে দেওয়ার রীতি অস্ট্রেলিয়ার। এখানেও সেটির ব্যতিক্রম হয়নি। একাদশে জায়গা হয়নি হিল্টন কার্টরাইট, জ্যাকসন বার্ড ও নবাগত মিচেল সুয়েপসনের। আগামীকাল মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।

    অস্ট্রেলিয়া একাদশ- স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ', উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজলউড।