• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    একাদশ নিয়ে অনেক প্রশ্ন

    একাদশ নিয়ে অনেক প্রশ্ন    

    কেমন হবে মিরপুরে প্রথম টেস্টের দল? খেলা শুরুর আগে এটাই সম্ভবত এখন কোটি টাকার প্রশ্ন। একটা ব্যাপার নিশ্চিত, কলম্বো টেস্টজয়ী দল থেকে অন্তত দুইটি পরিবর্তন আসছেই। সেই টেস্টে খেলেছিলেন শুভাশীষ রায়, এবার তিনি নেই ১৪ জনের দলে। আর মোসাদ্দেক হোসেন থাকলেও শেষ মুহূর্তে ছিটকে গেছেন চোখের সমস্যায়। সেই দুজনের জায়গায় এখন কে খেলবেন? 


    ম্যাচ শুরুর আগে উত্তরটা পাওয়ার উপায় নেই। মোসাদ্দেকের চোটে পাকেচক্রে সুযোগ পেয়ে গেছেন মুমিনুল হক, তিন নম্বরের জায়গাটা ফিরে পাবেন কি না সেটা নিয়ে এখন বড় প্রশ্ন। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের টুইটও বলছে, দল নির্বাচন নিয়ে রাতের ঘুম প্রায় হারামই হয়ে গেছে। সংবাদ সম্মেলনে সেটি মুশফিককে মনে করিয়ে দেওয়া হলে বাংলাদেশ অধিনায়ক অবশ্য সেটার অন্য একটা দিক দেখছেন, 'এটা হয়েও থাকে খুব খারাপ কিছু নয়…আপনার যদি ১৪ জন সেরা খেলোয়াড় থাকে তাহলে সেখান থেকে ১১ জন নিয়ে দল গঠন করা কঠিন। একজন কোচের জন্য সেটা একটা সমস্যা সেটাও খারাপ কিছু না। আল্লাহ না করুক, যদি আমাদের কেউ ইনজুরড হয়ে যায় এবং অন্য কাউকে যদি কম্বিনেশনের কারণে বাইরে রাখতে তাহলে তো কাজটা কঠিন হয়ে যাবে।'


    তবে মুশফিক যতই নির্ভার দাবি করুন, দল নির্বাচন নিয়ে খুব সম্ভবত ম্যাচের আগেই বেশ কয়েকবার বসার কথা থিঙ্কট্যাঙ্কের। মুমিনুল আবার ১৪ জনের দলে ঢোকার পর প্রশ্ন উঠতেই পারে, তিনি কি আবার দলে ফিরছেন? সেক্ষেত্রে তিন নম্বরের জায়গাটা কি ইমরুল কায়েসের কাছে ছেড়ে দিতে হবে? কলম্বো টেস্টে অবশ্য কায়েসই খেলেছিলেন সেখানে। কদিন আগেও সংবাদ সম্মেলনে এসে জানিয়ে গেছেন, দল তাঁকে তিন নম্বরেই ভাবছে। যদিও কায়েস স্বীকার করেছেন, এখনও এই পজিশনে ঠিক স্বচ্ছন্দ নন। মুশফিক অবশ্য ইমরুলের জন্য সহানুভূতিই জানিয়ে গেলেন, ওর জন্য খারাপ লাগে আসলে। নয় বছর খেলার পর এখনও খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। আমি বলবো ও একটু দুর্ভাগা। অনেক সময় টিম কম্বিনেশন বা পরিস্থিতির কারণে পছন্দ না হলেও পরিবর্তন আনতে হয়। তবে সে অসাধারণ প্লেয়ার। আশা করি এই সিরিজেও দারুণ কিছু করবে। গত ইংল্যান্ড সিরিজেও সে খুব ভালো ব্যাটিং করেছে। আর তিন নম্বরে আমাদের যে খেলছে, সে সুযোগ পেলেও দারুণ কিছু করবে। কারণ গত কয়েক বছর ধরে সে ভালো খেলে এসেছে।' 


    তাহলে কায়েস খেললে মুমিনুল আবারও চারে নেমে যাবেন? সেক্ষেত্রে মুশফিক কি সাকিবকে পাঁচে জায়গা করে দিয়ে নিজে ছয়ে নেমে যাবেন? মুশফিকের এই কথায় যেন সেরকম একটু আভাসও পাওয়া গেল, 'আপনি যদি টানা কিপিং করে আসেন তারপর টপ অর্ডারে ব্যাটিং করা কঠিন। এ নিয়ে আমাদের চিন্তা আছে। টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে বলেছে, চেষ্টা করবো সেভাবে করার। এটাই কালকে দেখতে পারবেন আশা করি। আমি যেখানেই করি না কেন, আমার সব সময়ই ইচ্ছা থাকে যতটা সম্ভব দলের জন্য অবদান রাখার।' 


    এরপরও থাকছে আরও প্রশ্ন। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, নাসিরকে মোসাদ্দেকের বিকল্প হিসেবেই ভাবা হচ্ছে। সেটা হলে কলম্বো টেস্টের দল থেকে আসতে পারে কেবল দুইটি পরিবর্তন। মোসাদ্দেকের জায়গায় নাসির, শুভাশীষের জায়গায় প্রস্তুতি ম্যাচে দারুণ করা শফিউল। তাহলে মুমিনুল, তাসকিনের সঙ্গে লিটন কি বাইরে থাকবেন? নাকি সাব্বিরকে আবার চারে খেলিয়ে লিটনকে খেলানো হবে সাতে? 


    প্রশ্নগুলোর উত্তর জানতে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।


    সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।