দল নিয়ে বিনিদ্র রাত হাথুরুর
মুমিনুলের টেস্ট স্কোয়াডে না থাকা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন নির্বাচকরা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা হয়েছে মুমিনুলের। এবার বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে এক টুইটে বলেছেন, ক্রিকেটারদের নিয়ে মানুষের ‘আবেগ’ ও দল নির্বাচনে ‘কম্বিনেশন’ ঠিক রাখার মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের জন্য মুমিনুলকে দলে না নেওয়ার মোটামুটি ‘তোলপাড়’ হয়েছিল। ‘টেস্ট স্পেশালিষ্ট’ মুমিনুলকে কেনো বসিয়ে রাখা হচ্ছে, এরকম প্রশ্ন বারবারই করা হয়েছে নির্বাচকদের। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেন, চোখের সমস্যায় ভোগা মোসাদ্দেকের বদলেই আবার দলে এসেছেন মুমিনুল।
Rock n hard place!! Give in to emotion of a nation or go with b combo...! #sleeplessnights
— Chandika Hathu (@CHathurusinghe) August 25, 2017
টেস্টের একদিন আগে হাথুরু টুইট করেছেন, ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। একাদশ নির্বাচনে মানুষের আবেগকে প্রাধান্য দেবেন না ‘টিম কম্বিনেশন’, সেটা নিয়েই তার মূল চিন্তা। এসব কারণে ‘বিনিদ্র রাত্রি’ কাটাতে হচ্ছে বলেও জানা।