• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    সাকিবদের জয়ে টুইটারেও 'ঝড়'

    সাকিবদের জয়ে টুইটারেও 'ঝড়'    

    তাইজুলের বলে এলবিডব্লিউ হলেন হ্যাজলউড। উল্লাসে ফেটে পড়লো পুরো মিরপুর। ঐতিহাসিক এক জয়ের প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সাকিবদের শুভকামনা জানিয়েছেন টুইটের মাধ্যমে।

    গতকাল রাতে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের পর শচীন বলেছেন, দুই দিনে দুটি ‘অঘটন’ ঘটল, “দুই দিনে দুই অঘটন! বাংলাদেশ দারুণ অনুপ্রেরণাময় ক্রিকেট খেলেছে।” আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দর শেহওয়াগও বাংলাদেশের জয়ে আনন্দিত, “দারুণ খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে হলে দুর্দান্ত কিছুই করে দেখাতে হয়।"

    2 upsets in 2 days! Inspiring performance by @BCBtigers! Test cricket is thriving #BANvAUS

    — sachin tendulkar (@sachin_rt) August 30, 2017

     

    সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, তিনি বাংলাদেশের এরকম জয় একেবারেই আশা করেননি, “বাংলাদেশকে অভিনন্দন। এরকম একটা টুইট লিখ কখনোই ভাবিনি! তাদের প্রশংসা করতেই হবে আজ।” সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন, বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের প্রথম স্তরে খেলতেই দেখতে চান, “ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে এভাবেই খেলে যেতে দেখতে চাই।”

     


    সাবেক শ্রীলংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলছেন, বাংলাদেশের এই জয় ঐতিহাসিক, “দারুণ খেলেছে বাংলাদেশ। দারুণ একটা ম্যাচ ছিল। ঐতিহাসিক এই জয়ের জন্য অভিনন্দন।” নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশমও অভিনন্দন জানিয়েছেন সাকিবদের, “বাংলাদেশের এই জয়ে তাদের অভিনন্দন জানাচ্ছি।”