• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    মাহমুদউল্লাহর 'কৃপণ' বোলিংয়ে জ্যামাইকার জয়

    মাহমুদউল্লাহর 'কৃপণ' বোলিংয়ে জ্যামাইকার জয়    

    স্কোর 

    জ্যামাইকা তালাওয়াস ১৫৭/৫ (সাঙ্গাকারা ৬৯, নবী ১/২৪)

    সেন্ট কিটস অ্যান্ড নেভিস ১৭.৫ ওভারে ১১৬ ( লুইস ৪০, স্যান্টোকি ৩/১০) 

     

    ওভারপ্রতি ৯ রানের বেশি নিয়ে ১৫৮ রানের লক্ষ্যের দিকে ভালোই এগোচ্ছিল প্রতিপক্ষ। সেই সময় বোলিংয়ে এলেন মাহমুদউল্লাহ, চেপে ধরলেন সেন্ট কিটসের রানের গতি। উইকেট না পেলেও চার ওভারের দারুণ এক স্পেলে জ্যামাইকা তালাওয়াসে জয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ। সেন্ট কিটসকে ৪১ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে সাঙ্গাকারার দল।

     

    ম্যাচের অষ্টম ওভারে মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন সাঙ্গাকারা। প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় ওভারে মাহমুদউল্লাহ দিয়েছেন ৭ রান। পরের ওভারেই পেতে পারতেন উইকেট। তৃতীয় ওভারের শেষ বলে মাহমুদউল্লাহকে ডাউন দা উইকেটে খেলতে গিয়ে বল মিস করেছিলেন মোহাম্মদ হাফিজ। তবে স্টাম্পিং করার সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সাঙ্গাকারা। জীবন পান হাফিজ, মাহমুদউল্লাহও থাকেন উইকেট বঞ্চিত। 

     

    নিজের শেষ ওভারে মাহমুদউল্লাহ দিয়েছেন মাত্র ২ রান। সব মিলিয়ে ৪ ওভার বল করে দিয়েছেন ১৮ রান, হজম করেছেন মাত্র একটি চার। শেষ পর্যন্ত ক্রিসমার স্যান্টোকির বোলিং তোপে ৪১ রানের জয় নিয়েই মাঠ ছেড়েছে তার দল। স্যান্টোকি নিয়েছেন ১০ রানে ৩ উইকেট। 

     

    ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতে ৫ উইকেটে ১৫৭ রান তোলে জ্যামাইকা। সাঙ্গাকারা করেন ৬৯ রান, পাওয়েল ৪৩ রানে অপরাজিত থাকেন। গত দুই ম্যাচে ব্যাট করতে নামলেও এবার ব্যাটিংয়ে নামা হয়নি মাহমুদউল্লাহর।