বিজয়, রনি ও সাইফের দিন

কোথাও ব্যাটসম্যানরা ছড়াচ্ছেন রানের ফুলঝুরি, আবার কোথাও বোলাররা ঝরাচ্ছেন আগুন। জাতীয় লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে দেখা গেছে এমন বিপরীতমুখী চিত্রই। এর মধ্যে ঢাকা, ঢাকা মেট্রো ও সিলেট এগিয়ে গেছে বেশ কিছুটা। অন্যদিকে খুলনা আর রংপুরের লড়াইটা হচ্ছে সমানে সমানে।
জাতীয় লিগে আজ সেঞ্চুরি হয়েছে তিনটি। ঢাকা বিভাগের হয়ে সেঞ্চুরি পেয়েছেন রনি তালুকদার ও অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। খুলনার হয়ে সেঞ্চুরি করে অপরাজিত আছেন এনামুল হক বিজয়। একটুর জন্য সেঞ্চুরি পাননি সোহরাওয়ার্দী শুভ। বল হাতে আলো ছড়িয়েছেন ঢাকা মেট্রোর নিহাদুজ্জামান, নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে সিলেটের সায়েম আলম নিয়েছেন ৬ উইকেট।
ঢাকা- বরিশাল
ঢাকা ৯০.৩ ওভারে ৩০৯/২ (রনি ১২১, সাইফ হাসান ১০৬*, রকিবুল ৪৫*, মনির ১/৭৩, তানভীর ১/৭৫)
চট্টগ্রাম - ঢাকা মেট্রো
মেট্রোঃ ১১৮.৫ ওভারে ৩৪৪ (আশরাফুল ১০৪, মেহরাব জুনিয়র ৬৬, সৈকত ৩৮, নাঈম হাসান ৪/৮৪, মেহেদী হাসান ২/৫৯) ও ১২/২
চট্টগ্রাম ৫০.৫ ওভারে ১৩০ (পিনাক ২৮; নিহাদুজ্জামান ৫/৪৫)
রংপুর-খুলনা
রংপুর ১২০.৩ ওভারে ৪৭১ (নাঈম ১৩৫, ধীমান ১০৫, সোহরাওয়ার্দী ৮৯; আল আমিন ৪/১০২, রাজ্জাক ৩/১২৬)
খুলনা ৫৭ ওভারে ১৮৫/০ (আনামুল ১০৫*, রবিউল ৬৭)
রাজশাহী-সিলেট
সিলেট ১২৮ এবং ৫০ ওভারে ৯০/৫
রাজশাহী ২৭.৪ ওভারে ৭৯ (জুনাইদ ২২; সায়েম ৬/৩২)