• জাতীয় লিগ ২০১৭
  • " />

     

    বৃষ্টিস্নাত দিনে রবির সেঞ্চুরি

    বৃষ্টিস্নাত দিনে রবির সেঞ্চুরি    

    বৃষ্টি বাগড়া বাঁধিয়েছে প্রায় সব ভেন্যুতেই। সবচেয়ে বেশি কক্সবাজারে, ঢাকা ও বরিশালের ম্যাচের তৃতীয় দিনের খেলা সেখানে মাঠেই গড়াতে পারেনি। খুলনায় যেটুকু খেলা হয়েছে, এনামুল নিজের স্কোরকে বাড়িয়ে নিয়েছেন সেখানেই। সেঞ্চুরি পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ মৌসুম কাটানো রবিউল ইসলাম রবিও। 

    চট্টগ্রামে স্বাগতিকদের সামনে পাহাড় অতিক্রমের পালা। জিততে প্রয়োজন ৩২৭ রান, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রান করেই ইনিংসে ঘোষণা করেছে ঢাকা মেট্রো। রাজশাহীতে অবশ্য দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৭৯ রানে অল-আউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ৮৬ রান। শেষদিনে ১২৫ রান তুলতে পারলেই সিলেটের সঙ্গে দারুণ এক জয় পাবে তারা। 


    সংক্ষিপ্ত স্কোর, তৃতীয় দিনশেষে 

    রংপুর-খুলনা (খুলনা) 
    রংপুর ১ম ইনিংস ৪৭১ অল-আউট, ১২০.৩ ওভার (নাইম ১৩৫, ধীমান ১০৫, আল-আমিন ৪/১০২) 
    খুলনা ১ম ইনিংস ৩৪২/৪, ৯৬ ওভার (এনামুল ১৭২*, রবিউল ১০০, নাসির ২/৩০) 
    খুলনা ১ম ইনিংসে ১২৭ রানে পিছিয়ে 


    ঢাকা-বরিশাল (কক্সবাজার) 
    ঢাকা ১ম ইনিংস ৩০৯/২, ৯০ ওভার (রনি ১২১, সাইফ ১০৬*, মনির ১/৭৩) 


    চট্টগ্রাম-ঢাকা মেট্রো (চট্টগ্রাম) 
    ঢাকা মেট্রো প্রথম ইনিংস ৩৪৪ অল-আউট, ১১৮.৫ ওভার (আশরাফুল ১০৪, মেহরাব জুনিয়র ৬৬, নাঈম ৪/৮৪) ও দ্বিতীয় ইনিংস ১৬৯/৬ (ডিক্লে.), ৪৫.২ ওভার (মার্শাল ৭৪*, আসিফ ৫৭, মেহেদি ৩/৩৭) 

    চট্টগ্রাম প্রথম ইনিংস ১৩০ অল-আউট, ৫০.৫ ওভার (পিনাক ২৮, ইফতেখার ২৩, নিহাদ ৫/৪৫) ও দ্বিতীয় ইনিংস ১১/০, ৩.৪ ওভার (পিনাক ৮*, মাহাবুবুল ৩*) 

    চট্টগ্রামের জিততে ৩২৭ রান প্রয়োজন 


    রাজশাহী-সিলেট (রাজশাহী) 

    সিলেট ১ম ইনিংস ১২৮ অল-আউট, ৬৮.৩ ওভার (ইমতিয়াজ ৩৮, শাহানুর ১৭, সাকলাইন ৩/২৬, ফরহাদ ৩/৩৩) ও ২য় ইনিংস ১৬২ অল-আউট (রাজিন ৩৯, শাহানুর ৩০, সাকলাইন ৩/২৭, ফরহাদ ৩/২৮)

    রাজশাহী ১ম ইনিংস ৭৯ অল-আউট (জুনাইদ ২২, সায়েম ৬/৩২, আবুল ৩/২৪) ও ২য় ইনিংস ৮৬/২ (জহুরুল ৩৫, জুনাইদ ২৮*, জায়েদ ১/১৫, আবুল ১/২৯)

    রাজশাহীর জিততে ১২৫ রান প্রয়োজন