• জাতীয় লিগ ২০১৭
  • " />

     

    বিজয়ের ডাবল, নাসিরের পাঁচ, মাশরাফির তিন

    বিজয়ের ডাবল, নাসিরের পাঁচ, মাশরাফির তিন    

    আগের দিনই অপরাজিত ছিলেন ১৭২ রানে। ক্যারিয়ারের প্রথম প্রথম শ্রেণির ডাবল সেঞ্চুরিটা উঁকি দিচ্ছিল এনামুল হককে। শেষদিনটা হতাশ করেনি খুলনার ওপেনারকে, শেষ পর্যন্ত ক্যারিয়ারসেরা ২১৬ রান করেই হয়েছেন আউট। ৩৫৬ বল খেলেছেন, ১৮টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছয়। ৫১২ মিনিটের ইনিংসে ২০০তম রানটি এসেছে ৩৩০তম বলে। 

    এর আগে এনামুলের সর্বোচ্চ রান ছিল ১৯৩, ২০১১/১২ মৌসুমের করেছিলেন সেটা। এনামুলের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস তাকে দিয়েছে ম্যাচসেরার পুরস্কারও, ক্যারিয়ারে প্রথম শ্রেণিতে এটি তার সপ্তমবার। 

    এনামুলের ডাবল সেঞ্চুরির দিনে ঝলক দেখিয়েছেন মাশরাফি বিন মুর্তজাও। সাড়ে তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১২ রানে ৩ উইকেট। সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছিলেন তিন উইকেট। প্রথম ইনিংসে ৬১ রানে ১ উইকেট নেয়া মাশরাফি দ্বিতীয় ইনিংসে সুযোগ পেয়েছেন ৪ ওভার বোলিংয়ের, এর মাঝেই নিয়েছেন নাসির হোসেন, মাহমুদুল হাসান ও আরিফুল হকের উইকেট। শেষের দুজনকে আবার উপহার দিয়েছেন ‘ডাক’। 

    মাশরাফির শিকার হলেও ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটে দেখা পেয়েছেন নাসির। প্রথম ইনিংসে ৭০ রানে ৫ উইকেট নিয়েছেন রংপুরের অফস্পিনার, বোলিং করেছেন ২০ ওভার। এর আগে প্রথম শ্রেণিতে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ছিল ১৪ রানে ৩ উইকেট।