• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    বৃষ্টিতে ভেসে গেল নটিংহ্যামের ওয়ানডে

    বৃষ্টিতে ভেসে গেল নটিংহ্যামের ওয়ানডে    

    আবহাওয়া নিয়ে শঙ্কা আগে থেকেই ছিল। নটিংহ্যামে সত্যি হলো সেটাই। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২.২ ওভারের পর বৃষ্টিবাধায় খেলা হতে পারেনি আর, ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

    ম্যাচের আগেই অবশ্য একচোট ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গা-গরমের সময় ক্রিস গেইলের ম্যানচেস্টারে পাওয়া হ্যামস্ট্রিংয়ে চোট ফিরে এসেছে, ম্যাচ থেকে ছিটকে গিয়ে হাসপাতালে যেতে হয়েছে স্ক্যানের জন্য। 

    বৃষ্টি-বিরতিতে টস হলো, ওয়েস্ট ইন্ডিজ মেঘলা আকাশের নিচে নিল ফিল্ডিং। শুরুতেই অবশ্য ক্যারিবীয়দের ওপর চড়াও হওয়ার আভাস দিয়েছিলেন জনি বেইরস্টো ও অ্যালেক্স হেলস। বৃষ্টি থামিয়ে দিয়েছে তাদের, থামিয়ে দিয়েছে ম্যাচই। এর আগে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি বাধায় ৪২ ওভারে নেমে এসেছিল প্রথম ওয়ানডে। 

    সিরিজের তৃতীয় ওয়ানডে ব্রিস্টলে, ২৪ সেপ্টেম্বর।