• পাকিস্তান-শ্রীলংকা সিরিজ
  • " />

     

    'খামখেয়ালি' গুনাথিলাকাকে বাদ দিল শ্রীলঙ্কা

    'খামখেয়ালি' গুনাথিলাকাকে বাদ দিল শ্রীলঙ্কা    

    এ বছর ওয়ানডেতে গড় ৪২.৪১, তবুও আরব আমিরাত সফরে শ্রীলঙ্কা দলে নেই দানুশকা গুনাথিলাকা। কারণটা স্রেফ শৃংখলাজনিত। আরও নির্দিষ্ট করে বললে, তার 'খামখেয়ালিপনা'! 

    ইএসপিএনক্রিকইনফো বলছে, গুনাথিলাকা ভারতের সঙ্গে সিরিজে একটা অনুশীলন সেশন মিস করেছেন, এক ম্যাচে মাঠে এসেছিলেন নিজের গিয়ার ছাড়া, আর পুরোটা সময় জুড়েই অনাগ্রহী ছিলেন অনুশীলনে। 

    বলা হচ্ছে, ক্রিকেট ম্যানেজার আসাংকা গুরুসিনহা প্রথম বোর্ডের দৃষ্টিতে আনেন গুনাথিলাকার এসব ঘটনা। এরপর বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা তদন্ত করে দেখেছেন ব্যাপারটা। ‘বোর্ড নির্বাচকদের ছয়টি সীমিত ওভারের ম্যাচে দানুশকাকে বিবেচনা করতে নিষেধ করেছে’। গুরুসিনহা আরও বলছেন, ‘হ্যাঁ, শৃঙ্খলাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

    গুনাথিলাকার সঙ্গে আরেকজন ক্রিকেটারকেও মাঠের বাইরের কর্মকান্ডের জন্য সতর্ক করা হয়েছে।

    আরব আমিরাত সফরে শ্রীলঙ্কার শুরুটা অবশ্য হয়েছে দুর্দান্ত। আবুধাবিতে প্রথম দল হিসেবে পাকিস্তানকে টেস্ট হারিয়েছে তারা, ১৩ অক্টোবর থেকে শুরু হবে দুইদলের ওয়ানডে সিরিজ।