• পাকিস্তান-শ্রীলংকা সিরিজ
  • " />

     

    এক বল করতে পাঁচ মিনিট সময় নিলেন ওয়াহাব!

    এক বল করতে পাঁচ মিনিট সময় নিলেন ওয়াহাব!    

     

    দুই আম্পায়ার একে অন্যের দিকে তাকাচ্ছেন। স্ট্রাইকে থাকা করুণারত্নেও বুঝতে পারছেন না আসলে হচ্ছেটা কী। টানা পাঁচবার বল করার জন্য দৌড়ে এলেও যে শেষ পর্যন্ত বল করেননি পাকিস্তানের ওয়াহাব রিয়াজ! অদ্ভুতুড়ে এই ঘটনা ঘটেছে শ্রীলংকা-পাকিস্তান দ্বিতীয় টেস্টে।

     

    ১১১ তম ওভারের পঞ্চম বল করতে এলেন ওয়াহাব রিয়াজ। রান-আপ ঠিকমত না হওয়ায় বলটি সম্পূর্ণ করলেন না। দ্বিতীয়বারও ঘটল একই ঘটনা। এভাবে একে একে পাঁচআর রান-আপ নিয়েও পূর্ণ হলো না পঞ্চম বলটি। প্রায় পাঁচ মিনিট পর ষষ্ঠবার রান-আপ নেওয়ায় সম্পন্ন করলেন ডেলিভারি। 

     

    ওয়াহাবের এই কান্ডে রীতিমত হতবাক হয়েছেন পাকিস্তান কোচ মিকি আর্থার। ড্রেসিংরুমে বসে নিজের দলের বোলারের এই অবস্থা দেখে মাথায় হাতও দিয়েছিলেন তিনি। অধিনায়ক সরফরাজও বুঝতে পারছিলেন না ওয়াহাবের সমস্যাটা আসলে কোথায়!

     

    শুধু পাকিস্তান কোচ কিংবা অধিনায়ক নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনায় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট ভক্তরা। অনেকে আবার এটা নিয়ে ওয়াহাবের সাথে মজাও করেছেন।