• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ভুল বোঝাবুঝিতেই ব্যাটিং নিয়েছেন মাশরাফি

    ভুল বোঝাবুঝিতেই ব্যাটিং নিয়েছেন মাশরাফি    

    সিলেটে একরকম অলিখিত রীতিই হয়ে গিয়েছিল ব্যাপারটা। টসে জিতে সিলেটের আটটি ম্যাচেই আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন সব অধিনায়ক। ঢাকা পর্বের শুরুতেই মাশরাফি টসে জিতলে হাঁটলেন উল্টো পথে, সেটি শেষ পর্যন্ত বুমেরাংই হয়ে এসেছে। সংবাদ সম্মেলনে এসে মাশরাফি জানিয়েছেন, কোচের সঙ্গে ভুল বোঝাবোঝির কারণেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

    সিলেট পর্বে শিশিরের কারণে পরে ব্যাট করা দল একটু বাড়তি সুবিধাই পেয়েছে। তারপরও তিনটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে। কিন্তু ঢাকায় শুরুতে মাশরাফি টসে জিতে ব্যাট করলেন কেন? নিজের ভুলটা একরকম স্বীকারই করে নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক, ‘ব্যাটিং নিয়ে মনে হয়েছে বোলিং নিলে ভালো হতো। কোচের সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে। তিনি বলেছিলেন ফিল্ডিং নিতে, আমি মনে করেছি ব্যাটিং নিতে; আমাদের কমিউনিকেশনে একটু ভুল ছিলো।’ রাজশাহীর অধিনায়ক মুশফিক টসের পরেই বলেছিলেন, বোলিং পেয়ে তিনি অখুশি নন।

     

     

    তবে শুরুতে মুমিনুলের ক্যাচ ফেলে না দিলে ম্যাচের ফলটা অন্যরকম হতে পারত, সেটাও মনে করিয়ে দিলেন, শুরুতে একটা ক্যাচ নিতে পারলে ম্যাচে ফিরতে পারতাম। মুমিনুল প্রথম ছয় ওভারে বড় কিছু করতে চাইবে। তখন তাকে আউট করতে পারলে ভালো হতো। এ ছাড়া আমাদের ১৫-২০ রান তো কম ছিলোই।

    প্রথম ম্যাচে জয়ের পর দুই ম্যাচে হেরে রংপুর এখন একটু ব্যাকফুটে। মাশরাফি  স্বীকার করলেন, এখান থেকে ফেরাটা খুব সহজ হবে না, ‘আমাদের জন্য এখন কামব্যাক করা খুবই কঠিন। সামনে বড় বড় দলগুলোর সঙ্গে খেলতে হবে। টি-টোয়েন্টি খেলা কখন কী হয়ে যায় তা বলা কঠিন। তবে একবার মোমেন্টাম পেয়ে গেলে ভালো হয়। সামনে চার পাঁচদিন খেলা নাই। এ ধরনের সময়ে দ্রুত খেলা পেলে ভালো হয়। আমাদের এখন ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।’