• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিপিএলকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য 'বড় সুযোগ' মানছেন জয়াবর্ধনে

    বিপিএলকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য 'বড় সুযোগ' মানছেন জয়াবর্ধনে    

    বছর ঘুরে আবারো এসেছে বিপিএল। সাত ফ্র্যাঞ্চাইজি দলে নামীদামী বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি আছেন দেশের তরুণরাও। খুলনা টাইটানসের কোচ মাহেলা জয়াবর্ধনে বলছেন, বিপিএল বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা মেলে ধরার বড় একটা মঞ্চ।

     

    একাদশে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানো নিয়ে নানা কথা হচ্ছে। দেশি ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত ছিল কিনা, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াবর্ধনে অবশ্য বলছেন, প্রতিযোগিতা বাড়ায় ক্রিকেটারদের জন্যই ভালো হবে, “পাঁচ বিদেশি থাকায় একাদশে বাড়তি শক্তি আসবে। এটা স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ। দলে ঢোকার জন্য নিজেদের প্রমাণ করতেই হবে। শেষ পর্যন্ত সেরা ক্রিকেটাররাই দলে সুযোগ পাবে। এটা জাতীয় দলের জন্যও প্রযোজ্যও। বাংলাদেশের হয়ে তো ১১ জন মাঠে নামবেন, ৩০ জন না!”

     

     

     

    বিপিএলের সিলেট পর্ব দারুণ উপভোগ করেছেন বলেই জানালেন জয়াবর্ধনে, “সিলেটের ভেন্যু দারুণ ছিল, পুরো সময়টা উপভোগ করেছি। দলের সবাই এটা উপভোগ করেছে বলে আমার ধারণা। সিলেটের উদ্দীপনাটা ঢাকাতেও একইরকম থাকবে আশা করি। ভালো কিছু ম্যাচ হয়েছে সিলেতে। আগের বছরের চেয়ে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মান বেড়েছে, খেলায় প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে।”

     

    খুলনার কোচ হিসেবেও সময়টা দারুণ কাটছে জয়াবর্ধনের, “কোচ হিসেবে চ্যালেঞ্জটা একটু ভিন্ন। ক্রিকেটার হিসেবে খেলাটা  উপভোগ করেছি। কোচ হিসেবেও একই কাজ করার চেষ্টায় আছি। নির্ভার হয়ে কাজ  করার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করছি পুরো সময়জুড়েই।”