টিকিটের চাপেই ভালো করতে পারেননি আবু জায়েদ!
পারফরম্যান্স ভালো না হওয়ার জন্য একজন ক্রিকেটারের অজুজাত কী হতে পারে? অনেকে অনেক কিছুই বলতে পারেন, তবে আবু জায়েদ রাহী যে উত্তরটা দিয়েছেন, সেটা অনুমান করাও একটু দুঃসাধ্য। টিকিট না পাওয়ার জন্য ঘরের মাঠে সেভাবে ভালো করতে পারেননি- খুলনা টাইটানসের পেসারের কথাটা সংবাদ সম্মেলনে তাই হাসির তুমুল কোরাস তুলল।
সিলেটে এবার প্রথম বারের মতো হয়েছে এবার। খুলনার হয়ে ঘরের মাঠে খেলতে নেমেছিলেন আবু জায়েদ। প্রথম ম্যাচে দুই উইকেট পেলেও পরের ম্যাচে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশুন্য। সেটার কারণ জানতে চাওয়া হলে জায়েদ হাসতে হাসতে বললেন, ‘ঘরের একটু চাপ তো ছিলই। তার উপর টিকেটের জন্য অনেক বেশি চাপ ছিল। আউট অব ক্রিকেট ছিলাম। হয়তো বা এ জন্য।’
জায়েদ হয়তো রসিকতা করেই কথাটা বলেছেন, তবে সিলেটে টিকিটের জন্য কতটা হাহাকার ছিল-সেটা কিন্তু বোঝা গেল আরেকটু ভালোমতো। ঢাকায় টিকিটের ওই চাপ নেই- যাওয়ার সময় হাসতে হাসতে বলে গেলেন সেটিও।
টি-টোয়েন্টিতে এটাই জায়েদের সেরা পারফরম্যান্স, এই প্রথম বার পেয়েছেন চার উইকেট। জাতীয় লিগে অনেক দিন ধরেই নিয়মিত পারফর্মার, সিলেটের হয়ে ১৭১ উইকেটও নিয়েছেন। তারপরও বিপিএলে ভালো করার প্রেরণাটা জায়েদের কাছে অন্যরকম, ‘অবশ্যই ভালো লাগছে, জাতীয় লিগে পারফর্ম করি কিন্তু মিডিয়া কাভারেজ একটু কম, এখানে পারফর্ম করলে সব মিডিয়ায় আসে। ফেসবুক থেকে শুরু করে সব সামাজিক মাধ্যমে আসে। তাই ভালোও লাগে বেশি।’
শেষের কথাটাই আসলে বলে দিচ্ছে বিপিএলের চাকচিক্যের আড়ালে জাতীয় লিগ কতটা উপেক্ষিত।