• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'টি-টোয়েন্টিতে পরীক্ষা নিরীক্ষা হবেই'

    'টি-টোয়েন্টিতে পরীক্ষা নিরীক্ষা হবেই'    

    প্রথম ম্যাচে কার্লোস ব্রাথওয়েটকে নিয়ে আসা হয়েছিল তিনে। ফাটকাটা কাজে আসেনি, আউট হয়ে গিয়েছিলেন মুখোমুখি প্রথম বলেই। শেষ দুই ম্যাচে নিচে নেমে ঝড় তুলেছেন ব্রাথওয়েট। আবার শুরুতে তিনে নামার পর আজ ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছে মাইকেল ক্লিঙ্গারকে। খুলনা টাইটানস কোচ মাহেলা জয়াবর্ধনে জানাচ্ছেন, টি-টোয়েন্টি টুর্নামেন্ট মানে এমন অদল বদল হবেই।

     

     

    খুলনা তাও প্রথম কয়েক ম্যাচে শান্ত-ওয়ালটন জুটকে খেলিয়েছে। ঢাকা তো প্রথম চার ম্যাচে আলাদা চার জোড়াকে খেলিয়েছে ওপেনিংয়ে। তবে জয়াবর্ধনে আজ জানালেন, টি-টোয়েন্টি ম্যাচে এসব পরীক্ষা নিরীক্ষা হবেই, ‘আমরা প্রতি ম্যাচেই আলাদা আলাদা কম্বিনেশন পরখ করে দেখব। একটা ম্যাচে আমরা কার্লোসকে (ব্রাথওয়েট) তিনে নামিয়েছি। আবার ক্লিঙ্গারকে তিনে খেলানোর পর ওপেনিংও করিয়েছি।’

    এই পরীক্ষা নিরীক্ষার কারণও জানালেন জয়াবর্ধনে, ‘অনুমান করা যায় এমন কিছু এই টুর্নামেন্টে করা যাবে মা। আমরা প্রতি ম্যাচেই আলাদা কিছু করার চেষ্টা করব, সেটা কাজে লাগুক আর না লাগুক। প্রতিপক্ষ বিচার করে আমরা ভিন্ন ভিন্ন কৌশল কাজে লাগানোর চেষ্টা করব। সেটা অনেক সময় কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত আমরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারছি, ততক্ষণ এটা সমস্যা হওয়ার কথা নয়। ’