বোল্ট যখন অস্ট্রেলিয়ার 'কোচ'!
জোরে দৌড়ানোর ‘উপদেশ’ হয়ত তাঁর চেয়ে ভালো কেউ দিতে পারবেন না। অ্যাশেজের আগে চার অস্ট্রেলিয়ান ক্রিকেটার দারুণ কিছু পরামর্শ পেলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট থেকে। বিশেষ এক অনুশীলনে ব্যাটিংয়ের সময় তাঁদের দ্রুত রান নেওয়ার ব্যাপারে ‘টিপস’ দিয়েছেন বোল্ট!
সিডনিতে প্রচারণামূলক এক ক্যাম্পেইনে এসেছেন বোল্ট। ব্যাটিংয়ের সময় ক্রিজে দ্রুত দৌড়ানোর ব্যাপারে বিশেষ অনুশীলন সেশনের আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে উপস্থিত ছিলেন অ্যাশেজ দলে ডাক পাওয়া পিটার হ্যান্ডসকম্ব; ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চও। রান নেওয়ার সময় কীভাবে নিজেদের গতি আরও বাড়ানো যায়, বোল্ট তাঁদের শিখিয়েছেন সেই কৌশলই।
বোল্ট বলছেন, রান নেওয়ার সময় শুরুটা ভালো হতে হবে, “ক্রিকেটে একটা ব্যাপার খেয়াল করেছি, তাঁরা কখনোই শুরুতে খুব দ্রুত দৌড়ায় না। রান নেওয়ার সময় শুরুটা খুব জরুরী। অনুশীলনে আমি সেটাই বলেছি সবাইকে।”
হ্যান্ডসকম্বও বোল্টের ‘পরামর্শ’ পেয়ে খুশি, “কীভাবে রানের সময় গতি বাড়াতে হয় সেটাই আমাদের জানিয়েছেন বোল্ট। নিচু হয়ে দৌড়াতে বলেছেন। প্রথম কয়েকটা কদম সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেগুলো ঠিক হলেই আমরা দ্রুত দৌড়াতে পারব।”