'অস্ট্রেলিয়া রুট-কুকদের 'ক্যারিয়ার' শেষ করে দেবে'
অ্যাশেজের বাকি মাত্র দুই দিন। দুই দলই শেষ মুহূর্তে নিজেদের ঝালাই করে নিচ্ছে। মাঠের লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি কথার লড়াইটাও হচ্ছে নিয়মিতই। খেলা মাঠে গড়ানোর আগেই এবার নাথান লায়ন বলছেন, এই সিরিজে অস্ট্রেলিয়ান বোলাররা ইংলিশ ক্রিকেটারদের ক্যারিয়ারও শেষ করে দিতে পারে!
২০১৩-১৪ অ্যাশেজের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে না পেরে ক্যারিয়ার শেষ হয়েছিল বেশ কয়েকজন ইংল্যান্ড ক্রিকেটারের। ৫-০ ব্যবধানে সিরিজ হারের পর বাদ পড়েছিলেন কেভিন পিটারসেন। সিরিজের মাথপথেই দেশে ফিরেছিলেন জনাথন ট্রট ও গ্রায়েম সোয়ান, পরে অবসর নেন দুজনই। শেষ দুই টেস্টে বাদ পড়া ম্যাট প্রিয়রও খুব বেশিদিন খেলা চালিয়ে যাননি।
লায়ন বলছেন, এবারো সেরকম কিছুই করবেন অজি বোলাররা, “মিচেল জনসন যেভাবে ইংলিশ ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল, সেটা এক কথায় অসাধারণ। আমরা জানতাম ওই সিরিজের পর অনেক ইংলিশ ক্রিকেটারই ভেঙ্গে পড়েছিলেন মানসিকভাবে, অনেকের ক্যারিয়ারও শেষ হয়েছিল। এবার সেরকম কিছুই করে দেখাতে চাই!”
ধবলধোলাই হওয়া সেই সিরিজের শেষ ম্যাচে বাদ পড়েছিলেন বর্তমান ইংলিশ অধিনায়ক জো রুট। সেই স্মৃতিও তাকে মনে করিয়ে দিচ্ছেন লায়ন, “ শেষবার যখন রুট এখানে এসেছিলেন, তখন খুব একটা ভালো খেলেননি। শেষ টেস্টে তো বাদই পড়েছিলেন। আবারো বাদ পড়লে মন্দ হবে না! আমাদের ১৫০ কিলোমিটার গতিতে বল করা কয়েকজন পেসার আছে। এটা ইংল্যান্ডকে ঘায়েল করার জন্য যথেষ্ট।”