ওয়ার্নারের 'বিকল্প' হিসেবে দলে ঢুকলেন ম্যাক্সওয়েল
বাংলাদেশ ও ভারতের বিপক্ষে টেস্ট দলে থাকলেও অ্যাশেজ দল থেকে বাদ পড়েছিলেন। অস্ট্রেলিয়া দলে গ্লেন ম্যাক্সওয়েলের জায়গাটা নিয়েছেন শন মার্শ। তবে প্রথম টেস্টের একদিন আগেই আবার দলে ডাক পেলেন ম্যাক্সওয়েল। ঘাড়ে চোট পাওয়া ডেভিড ওয়ার্নারের ‘বিকল্প’ হিসেবে স্কোয়াডে রাখা হচ্ছে তাঁকে।
মঙ্গলবার অনুশীলনের সময় ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ে টান লাগে ওয়ার্নারের। সাথে সাথেই অনুশীলন থামিয়ে চলে যান মাঠ থেকে। আগামীকাল ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে কিছুটা হলেও শঙ্কা দেখা দিয়েছে। কোনো ঝুঁকি নিতে না চাওয়ায় তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে রাখা হচ্ছে ম্যাক্সওয়েলকে।
অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য বলছেন, ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন ওয়ার্নার, “সে ঠিক আছে। এসব একটু আধটু হয়ই। গত ২৪ ঘণ্টায় অবস্থার উন্নতি হয়েছে। আগামীকাল ম্যাচের আগেই সে ১০০ ভাগ ফিট হয়ে যাবে আশা করছি।”