জরিমানা করা হলো রংপুর ও মাশরাফিকে
২১ নভেম্বর বিপিএলে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে ম্যাচে স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্স ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
ম্যাচ রেফারি সামিউর রহমানের মতে, নির্ধারিত সময়ে দুই ওভার কম করেছে রংপুর। বিসিবির কোড অব কন্ডাক্ট অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ ও অধিনায়ককে এর দ্বিগুণ জরিমানা করার নিয়ম। এ কারণে রংপুরের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ ও অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
মাশরাফি শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আনিসুর রহমান ও রিয়াজউদ্দীন, তৃতীয় আম্পায়ার ছিলেন মোর্শেদ আলি খান, চতুর্থ আম্পায়ার ছিলেন মনিরুজ্জামান টিংকু।