• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চট্টগ্রামের সঙ্গে না খেলাই তামিমের সৌভাগ্য!

    চট্টগ্রামের সঙ্গে না খেলাই তামিমের সৌভাগ্য!    

    বলতে গেলে ঘরের ছেলে এবার নেই কেউই। বিপিএলের সাত আইকনদের মধ্যে কেবল মুশফিকুর রহিমই খেলছেন নিজের বিভাগে। তামিম ইকবাল যেমন এবার নিজভূমে পরবাসী, চট্টগ্রামের ছেলে হয়েও খেলছেন কুমিল্লার হয়ে। তবে নিজের শহর চট্টগ্রামে ফিরে তামিম মনে করিয়ে দিচ্ছেন, বিপিএলের ধরনের জন্যই সমর্থন ব্যাপারটাও অন্যরকম হয়ে যাচ্ছে। হোম অ্যান্ড অ্যাওয়ে হলে সমর্থনের ব্যাপারটাও বদলে যেত বলেই বিশ্বাস।

    গত বার চিটাগাং ভাইকিংসের হয়ে খেললেও এই আসরে তামিমের ঠিকানা হয়েছে কুমিল্লা। অবশ্য চট্টগ্রামের বাইরে এর আগেও খেলেছেন দুরন্ত রাজশাহীর হয়ে। তামিম অবশ্য মজা করে বললেন, চট্টগ্রামের সঙ্গে এবার অন্তত মুখোমুখি হতে হবে না, এটা এক দিক দিয়ে সৌভাগ্যই। তবে নিজের শহরে অন্তত সমর্থনের অভাব হবে না বলে মনে করেন, ‘আমি ভাগ্যবান, কারণ চিটাগংয়ের বিপক্ষে আমার খেলতে হচ্ছে না! তবে আমি যেহেতু এখানকার ঘরের ছেলে, সুতরাং আমি যে দলেই খেলি না কেনো, আশা করি চিটাগংয়ের মানুষের কাছ সমর্থন পাবো। আর বাংলাদেশের দর্শকদের ভালো ব্যাপার হলো, এরা ভালো ক্রিকেটটাকেই সমর্থন করে। এটা দারুণ জিনিস।’


    বিপিএলে তিনটি ভেন্যুতে খেলা হয় বলে সব দলের সমর্থনও সমান থাকে না। এই ব্যাপারটা বদলালে বিপিএল আরও জমজমাট হয়ে উঠবে বলেই আশা তামিমের, ‘বিপিএলে হোম অ্যান্ড অ্যাওয়ের ব্যাপারটা এসে যাবে, তাহলে এই বিপিএলের মানটা আরো একটু অন্য রকম হয়ে যাবে। যেমন চিটাগংয়ের মানুষ শুধু চিটাগংকেই সাপোর্ট করবে। ঢাকার মানুষ শুধু ঢাকার সাপোর্ট করলো। এখন তো আসলে সবকিছু মিলেমিশে একাকার। ঢাকার মানুষ হয়তো কুমিল্লাকে সাপোর্ট করছে, চিটাগংয়ের মানুষ আবার ঢাকাকে সাপোর্ট করছে। হোম অ্যান্ড অ্যাওয়ে চলে এলে, যেমন আইপিএলে দেখি, আমার কাছে মনে হয় এ রকম হলে বিপিএলই লাভবান হবে।’