সাইফ উদ্দিনকে বৈচিত্র্য নিয়ে কাজ করতে বললেন লুক রাইট
১৯ ওভার শেষে রাজশাহী কিংসের রান ১৫৩। এক ওভার পর তা কত হতে পারে? একটু ঝুঁকি নিয়ে বলে দেওয়া যায়, কারও অনুমানই আজ ঠিক হয়নি। মোহাম্মদ সাইফ উদ্দিনের ওই এক ওভারেই ৩২ রান দিয়ে ম্যাচের গতিপথটা এক ঝটকায় বদলে দিয়েছেন ড্যারেন স্যামি। ম্যাচ শেষে ওই ওভার নিয়ে সাইফউদ্দিনের জন্য সমবেদনা ঝরল লুক রাইটের কন্ঠেও। রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান সাইফকে আরও বেশি নিজের বৈচিত্র্য নিয়ে অনুশীলনে কাজ করার পরামর্শ দিলেন।
স্যামি যখন ঝড় তুলছেন, তার খানিক আগেই ৩৬ বলে ৪২ রান করে ফিরে গেছেন রাইট। সাইফের ওভার তিনিও খেলেছেন, আউটও হয়েছেন তাঁর বলে স্কুপ করতে গিয়েই। কিন্তু স্যামি এক ওভারেই বদলে দিয়েছেন সবকিছু। রাইট একটু সমবেদনা নিয়েই বললেন, স্যামি এমন খেললে মাঝে মাঝে করার কিছু থাকে না। সাইফ উদ্দিনের জন্য কিছু টিপসও দিলেন, ‘কাজটা খুব কঠিন ছিল ওর জন্য। স্যামি বিশ্বের সেরাদের একজন, এই কাজটা সে অনেক দিন ধরেই করে আসছে। আমার মনে হয় ওর নিজের বৈচিত্র্য আরও বেশি কাজে লাগানো উচিত। সে অবশ্য শর্ট বল দিয়ে সেটার চেষ্টা করেছে, ওয়াইডও হয়েছে। কিন্তু স্যামি তো ওর চেয়ে অনেক অনেক অভিজ্ঞ।’
সাইফউদ্দিনকে ব্যাপারটা শেখার উপলক্ষ হিসেবে দেখারই পরামর্শ দিলেন, ‘ওর জন্য এটা ভালো একটা শেখার বা অভিজ্ঞতার উপলক্ষ। ওর নেটে নিজের শক্তি নিয়ে আরও বেশি কাজ করতে হবে। এটাই ক্রিকেট। আজ ও দারুণ করেছে। ও খুবই ভালো একজন বোলার, তাতে সন্দেহ নেই। আমার মনে হয় সে আরও ভালো হয়েই ফিরে আসবে।’
কিন্তু স্যামির ইনিংস আর সামির বোলিংয়ের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? স্যামি যেমন ১৪ বলে ৪৭ রান করেছেন, সামি যেমন চার ওভারে নয় রান দিয়ে চার উইকেট পেয়েছেন। রাইট শেষ পর্যন্ত স্যামিরটাই টার্নিং পয়েন্ট বললেন, ‘আমার মনে হয় স্যামিরটাই পার্থক্য গড়ে দিয়েছে। নইলে আমাদের রান হতো ১৬০ এর অল্প বেশি কিছু হতো। সামিও আজ দারুণ বল করেছে। কিন্তু স্যামির ইনিংসটাই ওদের চাপে ফেলে দিয়েছে, যেটার জন্য আমরা শেষ পর্যন্ত উইকেট পেয়েছি।’