ব্যাটসম্যান হয়ে যাওয়ার ইচ্ছা ছিল না মাশরাফির
স্নায়ুর ওপর যে ভালো একটা ধকল যাচ্ছে, সংবাদ সম্মেলনে সেটার খানিকটা আঁচ পাওয়া যাচ্ছিল। প্রায় প্রতিদিনই তো রংপুর রাইডার্সের ম্যাচ গড়াচ্ছে শেষের নাটকে। মাশরাফি বিন মুর্তজা অবশ্য বললেন, এখনো ঠিক দলের খেলা নিয়ে সন্তুষ্ট নন। তবে আজ নিজে যতক্ষণ উইকেটে ছিলেন, অন্তত রংপুরকে জয়ের জন্য এতোটা কাঠখড় পোড়াতে হবে বলে মনে হচ্ছিল না। তিনে নামার ফাটকা যে কাজে লেগেছে ভালোমতোই, ১৭ বলে ৪২ রানের এক ইনিংসে হয়েছেন ম্যাচসেরা। অথচ মাশরাফি বলছেন, রান করার কোনো আশা নিয়েই নামেননি।
ক্যারিয়ারে কখনো তিনে ব্যাট করেছেন, অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না, তবে আজ যতক্ষণ উইকেটে ছিলেন, প্রতি বলেই মনে হচ্ছিল কিছু না কিছু হবে। আউট হওয়ার বলটি ছাড়া যা করতে চেয়েছেন তার প্রায় সবই করেছেন। কিন্তু হুট করে নিজেকে তিনে নিয়ে এলেন কেন? মাশরাফি বললেন, ভাবনাটা আগেই ছিল, ‘স্লগ করার জন্যই আসলে এসেছি। রানটা তখন হচ্ছিল না। আগের দুই ম্যাচে আসব আসব চিন্তা করছিলাম, কোনো কারণে হয়নি। আজকে যেহেতু শিশির ছিল, তাই নিলাম সুযোগটা। স্পিনারদের টার্ন না থাকারও সম্ভাবনা ছিল। লাকিলি আমাদের পক্ষে ছিল সবকিছু, তবে বিপক্ষেও যেতে পারত। কিন্তু এসব টুর্নামেন্টে আউট অব দ্য বক্স না ভাবলে এসব ম্যাচ জেতা কঠিন।’
ঠিক দুই বছর আগেই কুমিল্লার হয়ে খেলেছিলেন ৩২ বলে ৫৬ রানের ইনিংস। মাশরাফি বলছেন, আজ কোনো আশা নিয়ে মাঠে নামেননি, ‘কোনো চাপ নেই। সত্যি বলতে কী, এই উইকেটের কোনো ভ্যালু নেই, এটা যারা আমরা খেলা বুঝি অনেকেই জানে। আমি এসে দ্রুত কিছু রান করাটাই ছিল লক্ষ্য। এছাড়া এখানে নেমে ব্যাটসম্যান হয়ে যাব এরকম ইচ্ছা ছিল না । বা আমি নিজেকে বা দলকে এরকম কোনো লক্ষ্য নিয়ে নামি না যে রান করে ফেলব। যদি হয় সেটা ভালো।’
বার বার যে এভাবে স্নায়ুচাপ নিয়ে দল জিতছে, সেটি নিয়েও সন্তুষ্ট নন খুব একটা, ‘দুই পয়েন্ট আসলে তো আত্মবিশ্বাস বাড়বেই। কিন্তু কালকের আগে দুই ম্যাচ আমরা ক্লোজ ম্যাচ জিতেছি। আবার কাল এত সুন্দর উইকেটে ১৫৮ আমরা চেজ করতে পারিনি দুর্ভাগ্যজনকভাবে। আজ আবার একটা ক্লোজ ম্যাচ জিতেছি। সাধারণত এটা অনেক হেল্প করে। কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিধা ছিল। কিন্তু ফ্রিডম নিয়ে খেলা বা এনজয় করা এসবে হয়তো একটু খামতি আছে। তো অনেক সময় এ ধরনের জয় অনেক কিছু চেঞ্জ করে দেয়।’
কিন্তু সামনে কি এরকম চমক আরও দেখা যাবে? এখানে মাশরাফি মুচকি হেসে একটা রহস্য রেখে দিলেন, ‘ যে কোনো কিছুই হতে পারে। আসলে কোনো আশা নিয়ে নামতে চাই না। তবে সামনে যে কোনো কিছুই হতে পারে। এসব সিদ্ধান্ত সবকিছুই দলকে জেতানোর জন্য নেওয়া। কোনোদিন হবে, কোনোদিন হবে না। হলে দলের জন্য ভালো।’
সেটা কতটা ভালো, রংপুর তা খুব ভালোমতোই দেখেছে!