• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    শ্রীলংকা বোর্ডের সাথে হাথুরুর বৈঠক

    শ্রীলংকা বোর্ডের সাথে হাথুরুর বৈঠক    

    বাংলাদেশের কোচ হিসেবে যে তাঁকে আর দেখা যাচ্ছে না, সেটা নিশ্চিত হয়েছে আগেই। চন্ডিকা হাথুরুসিংহের পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়েই চলছে আলোচনা। হাথুরুর শ্রীলংকার কোচ হওয়ার কথা শোনা যাচ্ছিল কয়েক সপ্তাহ আগে থেকেই। এবার কলোম্বোতে লংকান ক্রিকেট বোর্ডের সাথে বৈঠকও করেছেন হাথুরুসিংহে।

     

     

    কয়েকদিন আগেই শ্রীলংকার বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা জানিয়েছিলেন, হাথুরুকে শ্রীলংকার কোচ হিসেবে দেখতে চান তিনি। খুব দ্রুতই তাঁর সাথে বৈঠকেরও আভাস দিয়েছিলেন সুমাথিপালা।

    গতকাল হাথুরুর সাথে বোর্ডের একটি প্রাথমিক বৈঠকের কথা ক্রিকবাজকে জানিয়েছেন এক কর্মকর্তা, “হাথুরুসিংহের সাথে সফল একটি বৈঠক হওয়ায় বোর্ডের সবাই খুশি। তিনি বোর্ড অফিসে এসে কথা বলেছেন, কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট কংথরান মাথিভাননের খুব কাছের বন্ধু তিনি। তিনিই হাথুরুসিংহেকে শ্রীলংকার কোচ হওয়ার ব্যাপারে রাজি করাচ্ছেন। খুব দ্রুতই দুই পক্ষ একটা সম্মতিতে আসবে বলে আশা করছি।”

    এই মাথিভাননই ২০০৭ সালে শ্রীলংকার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য হাথুরুকে রাজি করিয়েছিলেন। ২ বছর দায়িত্ব পালন করেন তিনি। এবার কোচ হিসেবে নিয়োগ পেলে হাথুরুর বাৎসরিক বেতন হতে পারে ৩ লাখ ডলার, যা এযাবৎ কালে লংকান কোচদের মাঝে সর্বোচ্চ।