• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    ব্যানক্রফটের মাথায় বেইরস্টোর আঘাতের অভিযোগ

    ব্যানক্রফটের মাথায় বেইরস্টোর আঘাতের অভিযোগ    

    ইংলিশ উইকেটকিপার জনি বেইরস্টো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে তথাকথিক এক ‘শারীরিক সংঘর্ষে’ জড়িয়ে পড়েছিলেন, এমন তথ্য সম্পর্কে অবহিত হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের এক মুখপাত্র নিশ্চিত করেছেন এটি। এর আগে সংবাদ বেড়িয়েছে, পার্থের এক পানশালায় ব্যানক্রফটকে ‘মাথা দিয়ে আঘাত’ করেছিলেন বেইরস্টো। 

    ঘটনা অবশ্য প্রায় মাসখানেক আগের। অ্যাশেজ সফর শুরু হওয়ার পরপরই পার্থের দ্য এভিনিউ নামের এক পানশালায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ইংলিশ ক্রিকেটারদের। বেইরস্টোর সঙ্গে ব্যানক্রফটের ঠোকাঠুকি তখনই। সে সময় অবশ্য ব্যানক্রফট অস্ট্রেলিয়া দলে ডাক পাননি। আর এ ঘটনার জন্য বেইরস্টো দুঃখও প্রকাশ করেছিলেন। 

     

     

    এ ঘটনায় কোনও পুলিশি তদন্ত বা এ ধরনের কিছু হয়নি। ঘটনার ব্যাপকতাও কতোখানি গভীর, জানা যায়নি সেটাও। তবে ইসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আজ ব্রিসবেন টেস্টে দিনের খেলা শেষ হওয়ার পর এ ঘটনা সম্বন্ধে আমরা অবহিত হই। তবে ঘটনার স্থান, নিরাপত্তাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে কোনও তদন্তের খবর আমাদের কাছে নেই। শারীরিক কোনও চোটের খবরও পাইনি।’ 

    ‘জনি বেইরস্টোর সঙ্গে প্রাথমিক কথাবার্তার পর আমরা ব্যাপারটা বুঝতে পারবো, আর টেস্ট শেষ হলে ইংল্যান্ডের ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হবে।’ 

    এ ঘটনার পর প্রথম শ্রেণিতে বড়-সড় ইনিংস খেলেছিলেন ব্যানক্রফট। গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টেও ডাক পেয়েছেন তারই সূত্র ধরে। দ্বিতীয় ইনিংসে ফিফটি করে আছেন অপরাজিত। 

    এর আগে শৃঙ্খলাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে বেন স্টোকসকে। অ্যাশেজ সফরেও তাই আসতে পারেননি এই অলরাউন্ডার। ব্রিস্টলের সে ঘটনার পর ‘অপেশাদারি আচরণের’ জন্য স্টোকস ও অ্যালেক্স হেলস ছাড়াও যে তিনজনকে জরিমানা ও সতর্ক করা হয়েছিল, তাদের মধ্যে ছিলেন বেইরস্টোও। তবে স্টোকসের যে ঘটনা নিয়ে পুলিশি তদন্ত চলছে, সেটাতে ছিলেন না তারা। 

    এই অ্যাশেজ সফরে ইংলিশ ক্রিকেটারদের মদ্যপানে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে ম্যাচ চলাকালীন মদ্যপান না করাটাই ‘বুদ্ধিমানের কাজ’ বলে মনে করে ম্যানেজমেন্ট। 

    আর অস্ট্রেলীয় ক্রিকেটারদের সঙ্গে ইংলিশ ক্রিকেটারদের ‘ঠোকাঠুকি’ও নতুন নয়। চার বছর আগে বার্মিংহামের এক পানশালায় ভোরবেলায় এসবে জড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও জো রুট। ঘটনার জের ধরে বহিষ্কারও করা হয়েছিল অস্ট্রেলিয়ার বর্তমান সহ-অধিনায়ককে।