বেইরস্টোর 'হ্যালো' বলার ধরনটা আলাদা : ব্যানক্রফট
ক্যামেরন ব্যানক্রফটকে মাথায় আঘাত করেছেন জনি বেইরস্টো, ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার আগেই আলোড়ন তুলেছিল এ খবর। আজ টেস্ট শেষে অন্যান্যদের সঙ্গে এ বিষয়ে মুখ খুললেন ঘটনার দুই ‘নায়ক’। বেইরস্টো বলছেন ঘটনাটা বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, আর ব্যানক্রফট বিষয়টা নিচ্ছেন বেশ হালকাভাবেই।
‘আমার মনে হয় ব্যাপারটা বিকৃত করা হয়েছে পুরোপুরি’, ম্যাচশেষে বলেছেন ইংলিশ উইকেটকিপার বেইরস্টো।
‘সেদিন আমাদের বাইরে যাওয়ার ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা ছিল না। এক বন্ধুর সঙ্গে গিয়েছিলাম, সেখানেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছিল। কারও কোনও ক্ষতি করার কোনও ইচ্ছাই ছিল না আমার। আমি, ব্যানক্রফট বরং সেদিন বেশ দারুণ একটা সন্ধায়ই কাটিয়েছি।’
ম্যাচশেষে ব্যানক্রফটের সঙ্গে হাত মিলিয়েছেন, বেইরস্টো তাই কোনও সমস্যাই দেখছেন না, ‘আজকেও আপনারা যেমন দেখেছেন, ক্যামেরন বা অন্য কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে আমার কোনই বৈরিতা নেই।’
আর এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে হাসির রোল তুলেছেন ব্যানক্রফট। ‘আমার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকেছিল। আসলে ব্যাপারটা বেশ আচমকা ছিল। মাথায় টোকার চেয়ে হ্যান্ডশেক বা আলিঙ্গনই আমি বেশি প্রত্যাশা করেছিলাম।’
এতে বেইরস্টোর কোনও দোষও দেখছেন না অভিষেক টেস্টে ফিফটি করা অস্ট্রেলিয়ান ওপেনার, ‘তবে তার ভঙ্গিতে কোনও উগ্রতা ছিল না। আমি জনি বেইরস্টোকে ঠিক জানি না, তবে সে অন্যদের চেয়ে বেশ আলাদা করেই ‘হ্যালো’ বলে।’
‘সে আমাকে সেভাবে আঘাত করেনি। আর আমার আসলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একাদশে সবচেয়ে ‘শক্ত’ মাথা, আসলেই এটা মাপা হয়েছে’, ব্যানক্রফটের এমন বর্ণনা শুনে অন্যদের সঙ্গে হাসি চেপে রাখতে পারেননি পাশে বসা অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথও।