• অ্যাশেজ ২০১৭-১৮
  • " />

     

    স্মিথদের ইংল্যান্ডের ওপর আরও বেশি ‘চড়াও’ হতে বললেন পন্টিং

    স্মিথদের ইংল্যান্ডের ওপর আরও বেশি ‘চড়াও’ হতে বললেন পন্টিং    

     

    প্রথম টেস্টে ১০ উইকেটের বড় পরাজয়। অ্যাশেজের শুরুতেই এমন হারে কিছুটা হলেও ‘ব্যাকফুটে’ ইংল্যান্ড। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বলছেন, এরকম পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দলের উচিত ইংল্যান্ডের ওপর আরও বেশি ‘চড়াও’ হওয়া।

     

     

     

    ব্রিসবেনে হতাশাজনক পারফরম্যান্সের সাথে যোগ হয়েছে রুটদের ওপর ‘কার্ফিউ’ আরোপ করা। মাঠের ভেতরে বাইরে খানিকটা অস্বস্তিতেই আছেন ইংলিশরা।

     

    পন্টিং মনে করেন, তাঁদের এই অবস্থায় দ্বিতীয় টেস্টে স্মিথদের আরও আক্রমণাত্মক হওয়া উচিত, “সিরিজের এরকম মুহূর্তে আপনার আরও চড়াও হতে হতে হবে প্রতিপক্ষের ওপর। যখন প্রতিপক্ষের পারফরম্যান্স ভালো হচ্ছে না, মাঠের বাইরের নানা ইস্যুতে দল চিন্তিত, সেই সময় অনেক বেশি আক্রমণাত্মক হলেই সিরিজে জয় আসবে। ২০০৬-০৭ অ্যাশেজেও আমরা এটাই করেছিলাম। ইংল্যান্ডের ভঙ্গুর আত্মবিশ্বাসের সুযোগ নিয়ে ধবলধোলাই করেছিল দল। এবারও সেরকম কিছু হতে পারে।”

     

    দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয়ের পথ দেখিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। পন্টিং অবশ্য সতর্ক করছেন, শুধুমাত্র স্মিথের ওপর নির্ভর করলে চলবে না, “সব ম্যাচেই স্মিথের ওপর নির্ভর করলে হবে না। সে পৃথিবীর সেরা ব্যাটসম্যান, তবে অন্যদেরও এগিয়ে আসতে হবে। বোলিংয়ে আমাদের খুব একটা সমস্যা নেই। মিচেল স্টার্ক হয়ত ছন্দ খুঁজে পায়নি শুরুতে। কিন্তু ধীরে ধীরে সেও ভালো বল করেছে অন্যদের মতো।”