• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    নাচের গোমর পুরোপুরি ফাঁস করলেন না অনিক!

    নাচের গোমর পুরোপুরি ফাঁস করলেন না অনিক!    

    উইকেট পেয়েই অদ্ভুত একটা ভঙ্গি করলেন। অথবা বলা যায় একটা নাচের মুদ্রাও। অভিষেক ম্যাচেই চার বার সেই উদযাপনের সুযোগ পেয়েছেন তরুণ পেসার কাজী অনিক, নিজেই পরে জানিয়েছেন এমন স্বপ্নের অভিষেক তিনিও আশা করেননি। তবে সংবাদ সম্মেলনে পীড়াপীড়ির পরও সেই নাচ-রহস্য পুরোপুরি ভাঙলেন না এই পেসার। অনূর্ধ্ব ১৯ দলের এক সতীর্থের কাছ থেকে এটা শিখেছেন, শুধু এটাই জানালেন।

    অনূর্ধ্ব ১৯ দলে খেলার জন্য বিপিএলে রাজশাহী কিংসে যোগ দিয়েছেন অনেকটা পরে। চট্টগ্রাম পর্বে পুরোপুরি অনুশীলন শুরু করেছেন দলের সঙ্গে, প্রথম ম্যাচটাও খেলার সুযোগ হয়ে গেল সেখানে। নেটে যেমন অধিনায়ক ড্যারেন স্যামির চোখে পড়ে গিয়েছিলেন, সেটাও জানালেন। বিপিএল অভিষেকটা এমনভাবে রাঙানোর জন্য কৃতিত্ব দিলেন অধিনায়ককে, ‘ও আমাকে নেট থেকেই পছন্দ করেছে। স্যামি টপক্লাস খেলোয়াড়। একজন বোলারদের দেখলেই বুঝতে পারে সে কেমন। ও বেসিক্যালি ম্যাচে আমাকে কোন কিছু বলেনি। ম্যাচের পর বলেছে, তুমি তোমার ভালো বলগুলো করেছে, দ্যাটস ইট। পরের ম্যাচে সুযোগ পেলে এটাই করবে।’

    তবে বোলিং যেমন দুর্দান্ত, অনিক তেমন নজর কেড়েছেন উদযাপনেও। সেটা নিয়ে প্রশ্ন করলে স্মিত হেসে অনিকের উত্তর, ‘নাচটা হচ্ছে আমাদের অনূর্ধ্ব-১৯ দলেরেই নাচ। এই নাচটা আমি সব জায়গাতে দিতাম। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে কোন উইকেট পেলে আমি নাচটা দেই। হংকংয়ে আমরা সিক্স এ সাইড টুর্নামেন্ট খেলতে গিয়েছে। ওখানে আমরা এই নাচটা দিয়েছি।’ কিন্ত অনূর্ধ্ব ১৯ দলের সেই খেলোয়াড় কে জানতে চাওয়া হলে অনিক মুখে কুলুপ এঁটে দিলেন। সংবাদ সম্মেলনে তখন হাসির রোল!

    বিপিএলে এমন অভিষেক, অনিক অবশ্য অতশত ভাবেননি। শুধু রান কম দেওয়াই ছিল লক্ষ্য। তবে একটু যে নার্ভাস লাগছিল, সেটা স্বীকার করলেন, 'নার্ভাস থাকাটাই স্বাভাবিক। লাইভ ম্যাচ, অনেক দর্শকের সামনে খেলা। পুরো বিশ্ব দেখছে। একটু নার্ভাস ছিলাম শুরুতে। ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠেছি। আমি চিন্তা করেছি নার্ভাস হলে হবে না, ম্যাচে আমার ফোকাস রাখতে হবে।'

    সেই ফোকাস অনিক যত দিন রাখতে পারেন, ততই রাজশাহী আর দেশের লাভ।