• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'বিপিএলের প্রভাব হবে আইপিএলের মতোই'

    'বিপিএলের প্রভাব হবে আইপিএলের মতোই'    

     

    শ্রীলংকা জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্ব পালন করেছেন পিএসএল, আইপিলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের কোচের দায়িত্বে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি। মুডি বলছেন, আইপিএল যেমন ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছে, বিপিএলও বাংলাদেশের ক্রিকেটে একই প্রভাব ফেলবে।

     

     

     

    গত ১০ বছরে আইপিএলের সুবাদে ভারতীয় ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। প্রতি আসরেই আইপিএল থেকে উঠে আসছে তরুণ ক্রিকেটাররা। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে  মুডি বলছেন, বিপিএলও বাংলাদেশ ক্রিকেটে ঠিক সেই কাজটি করবে, “এতে কোনও সন্দেহই নেই যে এই টুর্নামেন্টের প্রভাব দেশের ক্রিকেটে পড়বে। ভারতে যেমন আইপিএলের কারণে প্রচুর তরুণ উঠে আসছে, বিপিএলের মাধ্যমেও সেটা হতে পারে। বিদেশি কোচ ও ক্রিকেটারের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের থেকেও তরুণরা শিখতে পারবে। এখান থেকে পাওয়া অভিজ্ঞতা ঘরোয়া ক্রিকেটে খুব ভালো কাজে দেবে।”

     

    বিপিএলে নিজের কাজটা দারুণ উপভোগ করছেন মুডি, “এবারই প্রথম বিপিএলে এসেছি। পুরো টুর্নামেন্ট দারুণ ছিল। একজন কোচের ভিন্ন ভিন্ন পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকা উচিত। এই টুর্নামেন্ট খুব বেশিদিনের নয়। অনেক কিছুই ধীরে ধীরে আরও ভালো হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও টুর্নামেন্টের উন্নতির ব্যাপারে ভেবে দেখবেন। পৃথিবীর সব ফ্র্যাঞ্চাইজি লিগ দিন দিন উন্নত হচ্ছে, আমি মনে করি বিপিএলেও সেটার ব্যতিক্রম হবে না।”