'বায়ুদূষণে 'অভ্যস্ত' হয়ে গেছেন ভারতীয় ক্রিকেটাররা'
দিল্লী টেস্টের দ্বিতীয় দিনে বায়ুদূষণের কারণে শ্রীলংকা ক্রিকেটাররা নেমেছিলেন মুখোশ পরে। বল করার সময় অসুস্থ হয়ে মাঠ ছেড়ে বমিও করেছিলেন সুরাঙ্গা লাকমলরা। তৃতীয় দিনে বল করতে নেমে অবশ্য খুব একটা হ্যাপা পোহাতে হয়নি ভারতীয় বোলারদের। পেসার মোহাম্মদ শামি বলছেন, দিল্লীর বায়ুদূষণে ‘অভ্যস্ত’ হয়ে গেছেন বলেই কোনো সমস্যা হয়নি তাঁদের।
শামি মনে করেন, বায়ুদূষণ নিয়ে লংকান ক্রিকেটাররা যতটা বলেছেন, সমস্যা ততো প্রকট নয়, “বায়ুদূষণ অবশ্যই একটা সমস্যা, তবে যতটা দেখানো হয়েছে ব্যাপারটা ওরকম ভয়াবহ পর্যায়ে যায়নি। দূষণ সহনীয় পর্যায়েই রয়েছে। হতে পারে আমরা এটায় অভ্যস্ত হয়ে গেছি বলেই সেরকম কিছু মনে হচ্ছে না! এখানকার মানুষ এটার সাথে মানিয়ে নিয়েছে গত কয়েক বছরে।”
এদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস বলছেন, তৃতীয় দিনে বায়ুদূষণের পরিমাণ সবচেয়ে বেশি ছিল, “ খুব অস্বাস্থ্যকর পরিবেশ ছিল পুরো দিন। ব্যাটিংয়ের সময় চান্ডিমাল বেশ কয়েকবার ফিজিও থেকে পরামর্শ নিয়েছে। অনেকটা অস্বস্তি নিয়েই দিনের খেলা শেষ করতে হয়েছে আমাদের।”