'সত্য বলে বিপদ হলে তো কিছু বলার নেই'
সংবাদ সম্মেলনে সোজাসাপটাই বলেছিলেন, মিরপুরের উইকেট জঘন্য। তামিম ইকবালকে সেজন্য বোর্ড চিঠি পাঠিয়েছে, জানা গেছে এমনটাও। তামিম অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেননি। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও বলছেন, তামিমের কথার সঙ্গে তিনি পুরোপুরি একমত।
রংপুরের সঙ্গে কুমিল্লার ওই ম্যাচের পরেই উইকেট নিয়ে প্রকাশ্যে নিজের অসন্তোষ জানিয়েছিলেন মাশরাফি ও তামিম। মাশরাফিকে কিছু না বললেও তামিমকে চিঠি পাঠিয়েছে বোর্ড। সালাহউদ্দিন তামিমের সেই কথাটাই আবারও জোর দিয়েই বললেন, ‘সেটা বলতে পারব না তাকে (তামিমকে) আলাদা করে দেওয়া হলো কেন। তামিম যেটা বলেছে একেবারে ঠিক বলেছে।যে উইকেটে খেলা হয়েছে সেটা টি-টোয়েন্টির জন্য কোনো উইকেট ছিল না। এখন সত্য কথা বলে যদি কোনো বিপদ হয় তাহলে তো কিছু বলার নেই। তবুও বলব তামিম সঠিক কথাই বলেছে। উইকেটটা আসলেই ভালো ছিল না। আমি তামিমকে সব সময়ই ডিফেন্ড করব। ’
তামিমকেই কেন চিঠি দেওয়া হলো, এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানকে। তিনিও এ নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারলেন না, ‘আসলে এটা বোর্ড থেকে দেওয়া হয়েছে, ক্রিকেট অপারেশনস থেকে দেওয়া হয়নি। আর যেসব খেলোয়াড় চুক্তিতে আছে তাদের চুক্তিতেই আছে কোনও কথা বলা যাবে। এখন এটা বলার ভঙ্গিমা নিয়ে বলা হতে পারে। উনি (সিওই) কী বলেছেন এটা আমি পুরোপুরি জানি না। তাই ২১ তারিখে শুনানিতে ডেকেছি। সেখান আলাপ আলোচনার করে জানা যাবে।’
হতাশার কথা জানানো যাবে না কি না, এমন প্রশ্নও উঠেছিল। আকরাম খান এবারও পরিষ্কার করে কোনো উত্তর দেননি, ‘১০০% জানাতে পারবে। এখন কথা হলো কী কথা হয়েছে কিভাবে বলা হয়েছে। সেটা জানার জন্যই বোর্ড ডেকেছে। ওইখানে ডিসিপ্লিন কমিটি আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা হবে।’